
The Truth of Bengal: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে খুন। খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। বৃদ্ধ বাবাকে একের পর এক ঘুষি মারার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সেখানেই দেখা যায়, ছেলের সেই আঘাতেই প্রাণ হারান বৃদ্ধ। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে তাতেও শেষ রক্ষা সম্ভব হয়না। মৃত্যু হয় বৃদ্ধর। এই গোটা ভিডিওই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়াতে। তামিলনাড়ুর পেরম্বলুরের ঘটনার ভিডিও দেখে শিউরে উঠছেন প্রত্যেকে। মৃত বছর ৬৫-র কুলানধাইভেলু। বৃদ্ধের পুত্র সন্তোষের বিরুদ্ধে উঠছে মারধরের অভিযোগ।
Perambalur Police arrested a man for assaulting his elderly father over a property dispute. pic.twitter.com/rd5pyN9Y9k
The victim died of a heart attack two months later. Initially a complaint was filed but later withdrawn.
After the victim’s death, the family refiled the…
— Divya Gandotra Tandon (@divya_gandotra) April 28, 2024
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বেঞ্চের উপর বসে রয়েছেন বৃদ্ধ। সেই বেঞ্চের সামনে দাঁড়িয়ে ওই বৃদ্ধের মুখে একের পর এক ঘুষি মারছে অভিযুক্ত ছেলে। মার খেয়ে পড়ে গেলও ছেলের হাত থেকে রেহাই মিলছে না বৃদ্ধের। ছেলের এলোপাথারি ঘুষির আঘাতের কিছু সময় পরই বেঞ্চের উপর বসেই হেলে পড়েন তিনি। জ্ঞান হারান বৃদ্ধ। তাতেও রেহাই নেই সেই অবস্থাতেও ঘুষির আঘাত চলতেই থাকে। আচমকা পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে ওই যুবককে বাইরে বর করে নিয়ে যায়।
অসুস্থ ওই বৃদ্ধকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দিন কয়েক পরই চিকিতসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা জাগো। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে, পরিবারের তরফ থেকে প্রথমে বৃদ্ধের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। বৃদ্ধের মৃত্যুর পর পুনরায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ভিডিওতে দেখা বৃদ্ধের ছেলের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নেটাগরিকরা।