দেশ

মদের নেশায় চুর হয়ে ফোন, মাতালের আবদার শুনে চমকে গেলেন বিজেপি সাংসদ

The BJP MP was shocked to hear the drunken phone call

The Truth Of Bengal : কথায় বলে মদের নেশা সর্বনাশা। মদের জন্য নানান পাগলামি করতে দেখা যায় মাতালদের। কিন্তু মদের দোকান বন্ধের জন্য সটান সাংসদকে ফোন! এও কি সম্ভব? হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি একটি অডিও রেকর্ডিং সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এবারে নিশ্চয়ই ভাবছেন ঠিক কি ঘটেছে?

মদের দোকান দেরিতে খোলার অভিযোগ বরাবরের। কিন্তু মদের দোকান দেরিতে খোলার কারণে এক মাতাল সটান সাংসদ ছত্রপাল গংওয়ারকে ফোন করে অভিযোগ জানিয়েছেন। রাত দশটার আগে কেন মদের দোকান বন্ধ? তা জানতে চান সাংসদের কাছে। তিনি এও জানান তার ওয়াইন দরকার। কিন্তু যেহেতু দোকান বন্ধ তাই তিনি পাচ্ছেন না। এমতাবস্থায় তিনি সাংসদকে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। আর এই সম্পূর্ণ কথোপকথনের একটি রেকর্ডিং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

প্রথমে এমপি ছত্রপাল বুঝতে পারেননি ওই মাতায় ঠিক কি বলতে চাইছে। এরপর তিনি বলেন, “আমি দিল্লিতে আছি। এখনই দিল্লি থেকে মদ পাঠাচ্ছি।” আর এরপর তিনি ওই মাতালকে সাবধান করে বলেন, “তুমি হয়তো আমাকে ঠিকমতো চিনতে পারোনি। আগে সজ্ঞানে এসো। ”

প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড ধরে চলা কথোপকথনে ওই মাতালকে বলতে শোনা গিয়েছে, “দোকান বন্ধ হওয়ার কারণে মদ পাওয়া যাচ্ছে না।” আর এর পরিপ্রেক্ষিতে সাংসদ বলেন, ” তোমার কি মদ দরকার?” উত্তরে ওই ব্যক্তিটি ক্ষিপ্ত হয়ে জানান, ” তাছাড়া আর কি দরকার হতে পারে?” এরপর সাংসদ তাকে দিল্লিতে থাকার কথা বললে মাতাল জানায় তার কোন সমস্যা নেই। এরপর সংসদ জানতে চান তিনি কোথা থেকে এসেছেন? উত্তরে মাতাল জানায়, “আমি ভৌজিপুরা র বাসিন্দা। ” এবং সাথে এও বলে, “আমার নাম্বারটি সেভ করে রাখবেন।”

Related Articles