ট্রাম্পের শপথে থাকছেন আম্বানি দম্পতি! এলাহি আয়োজন
The Ambani couple TO ATTEND the oath of Trump!

Truth Of Bengal: আগামী ২০ জানুয়ারি দ্বিতীবারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র দু দিন। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে প্রশাসনের তরফে শুরু হয়েছে তৎপরতা। বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তিত্বের পাশাপাশি সেই অনুষ্ঠানে সস্ত্রিক উপস্থিত থাকবেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি। ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের পাশেই বসবেন আম্বানি দম্পতি।
শপথগ্রহণের এলাহি আয়োজন। ১৮ জানুয়ারি আমন্ত্রিতরা ওয়াশিংটন ডিসি-তে পৌঁছবেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে মহাধুমধাম করে। ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে রিসেপশন। সেখানেও থাকবেন মুকেশ আম্বানি-নিতা আম্বানি।
এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকবেন ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, জেভিয়ার নীল সহ বিশিষ্টজনেরা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে। পাশাপাশি, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়া এবং কোয়াড-এর বিদেশমন্ত্রীরাও থাকছেন এই অনুষ্ঠানে।
প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়েছিলেন রিপাবলিকান নেতা। তারপর থেকেই ঢেলে সাজিয়েছেন প্রশাসন। ট্রাম্প ২.০ সরকারে রয়েছে দারুণ চমক। একাধিক ভারতীয় বংশোদ্ভুতকে বেছে নিয়েছেন নিজের প্রশাসনে। তাঁর প্রশাসনে রয়েছে ধনকুবের মাস্কও।
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে বিশ্ব রাজনীতিতে কী প্রভাব পড়ে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।