দেশ
Trending

ঝড় বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় মিজোরামে, ধস নেমে মৃত ১০

Terrible disaster in Mizoram due to stormy rains, 10 dead due to landslides

The Truth Of Bengal: ঘূর্ণিঝড় রেমালের দাপটে শহর থেকে জেলা তছনছ হয়েছে ।  এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গে প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে আপাতত রেমালের দাপট দক্ষিণবঙ্গে না থাকলেও, উত্তরবঙ্গে যথারীতি তান্ডব চালাচ্ছে রেমাল।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে  আপাতত মিজোরাম লন্ডভন্ড হয়েছে।  এছাড়া এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে উত্তর-পূর্ব রাজ্যের একাধিক জায়গায়। এই ঘূর্ণিঝড়ের ফলে পাথরখনিতে ধস নেমেছে। আর এই ধস নামার ফলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর এই ধস নামার ফলে পাথরখনি এলাকার পার্শ্ববর্তী  ঘরবাড়ি তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । উল্লেখ্য এই রেমালের তান্ডবের মধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে । সূত্রের খবর এই ধস নামার ফলে পাথরখনি এলাকার পার্শ্ববর্তী  ঘরবাড়ি তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । উল্লেখ্য এই রেমালের তান্ডবের মধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যায়, মঙ্গলবার ভোর ৬ টা নাগাদ আইজল জেলার দক্ষিণ প্রান্তে এই বিপর্যয়টি ঘটে। এই ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারীদের খবর দেয়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে চাপা পড়ে থাকা দেহগুলিকে উদ্ধার করে। পাশাপাশি উদ্ধারকারীরা জানান এই ধসে চাপা পড়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ।

Related Articles