দেশ

জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ৩৭০ ধারা বিলোপ বৈধ– রায় ঘোষণায় জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court Verdict on Article 370

The Truth of Bengal: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা বিলুপ্তি মামলায় রায়দান সুপ্রিম কোর্টের। এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে পর্যবেক্ষণ মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানো হবে। অনুচ্ছেদ ৩৭০ একটি অস্থায়ী ব্যবস্থা, রায় ঘোষণা করার সময় এমনটাই মন্তব্য করল শীর্ষ আদালতের বেঞ্চ। আদালত জানিয়েছে, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নেই।

এদিকে, এই রায় ঘোষণার আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় উপত্যকা। অনুচ্ছেদ ৩৭০ বাতিল প্রসঙ্গে রায় দানের আগে কাশ্মীরের নিরাপত্তা কড়া করা হয় রবিবার থেকেই। সোমবার সকালে পিডিপি অভিযোগ করেছে, তাদের নেত্রী মেহবুবা মুফতিকে বেআইনি ভাবে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।

Free Access

Related Articles