দিল্লিতে আপ কাউন্সিলরদের মধ্যে ভাঙন! দলত্যাগ করলেন ১৩ জন কাউন্সিলর
Split among AAP councillors in Delhi! 13 councillors quit the party

Truth Of Bengal: দিল্লিতে আম আদমি পার্টির বড় ধাক্কা। দলত্যাগ করলেন ১৩ জন কাউন্সিলর। আর তারাই একযোগে দিল্লির বুকে তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক দল। যার নাম ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। আর এই দলের নেতৃত্ব দেবেন আম আদমি পার্টির নেতা মুকেশ গোয়েল। এখান থেকেই স্পষ্ট যে দিল্লি পুরসভায় তৃতীয় ফ্রন্ট গড়তে চলেছেন তাঁরা। বলা বাহুল্য, সম্প্রতি দিল্লির পুর নির্বাচনে হয়েছিল বড়সড় বদল। বিজেপি কাউন্সিলর রাজা ইকবাল সিং নতুন মেয়র হন। তিনি ১৩৩ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী মনদীপ মাত্র ৮টি ভোট পেয়েছেন। আপ মেয়র নির্বাচন বয়কট করেছিলেন। আর তাতেই বেশ ক্ষুব্ধ হয়েছিলেন আপ কাউন্সিলরদের একাংশ। এরপরেই মুকেশ গোয়েল নতুন দলের ঘোষণা করেন। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
সেখানে বলা হয়েছে, ‘২০২২ সালে দিল্লি পৌর কর্পোরেশনে ক্ষমতায় আসার পরও, দলের শীর্ষ নেতৃত্ব দিল্লি পৌর কর্পোরেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। তাই আমরা একটি নতুন দল তৈরি করেছি কারণ আমাদের মতাদর্শ হল দিল্লির উন্নয়নের জন্য কাজ করা। আমরা সেই দলের সমর্থন করব যা দিল্লির উন্নয়নের জন্য কাজ করবে। এখন পর্যন্ত, ১৫ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। আরো অনেকে যুক্ত হতে পারে।‘
উল্লেখ্য, দিল্লি পৌর কর্পোরেশনে (এমসিডি) এই নতুন দলের গঠন রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। দিল্লিতে আম আদমি পার্টির আধিপত্য যে কমবে তা কার্যত স্পষ্ট।এখনও পর্যন্ত আম আদমি পার্টির তরফ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্র মারফত খবর, এই নয়া দল গঠনে বেশ চিন্তিত হয়ে পড়েছে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বরা।