নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রামমন্দির! দায়িত্বে থাকছে ‘র’ ও ‘আইবি’-র সদস্যরা
Security of Ram Mandir Inaugaration

The Truth of Bengal: আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। আগামী সপ্তাহেই অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দির। দেশবিদেশ থেকে আসছেন বহু অতিথি। এই অবস্থায় রাজ্যের নিরাপত্তা আরও কঠোর করার উপর জোর দিল যোগী আদিত্যনাথের প্রশাসন। এই বিশেষ দিনের কথা মাথায় রেথে জলে-স্থলে-আকাশপথেও চলবে বারতি নজরদারি। আগামী সোমবার রামমন্দির উদ্বোধন, আর সেই কারণেই এলাকার প্রতিটি প্রান্তে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে সাহায্য নেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের।
প্রযুক্তির সমস্ত রকম সাহায্য নেওয়ার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য ও জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি। এরমধ্যে অন্যতম ATS, STF, UPSSF, PAC-এর মতো সংস্থাগুলি। উদ্বোধনের আগে থেকেই নজরদারি চালানো হবে সমস্ত এলাকা জুড়ে। অন্যদিকে, ওই এলাকায় যাতে বেআইনিভাবে ড্রোন না ওড়ে, সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি, সরযূ নদীর ঘাটগুলোতেও থাকছে বিশেষ পাহারার।
জানা গিয়েছে, শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয়, যেসব অতিথিরা আসবেন তাঁদের জন্যও থাকছে একাধিক আচরণবিধি। যদিও কি সেই আচরণবিধি সেই বিষয়ে এখনও উল্লেখ করা হয়নি। সবটাই অবশ্য এই বিশেষ দিন এবং এই জনসাধারণের নিরাপত্তার খাতিরে। পুলিশ-কর্মীদেরও তার জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং ‘আইবি’-র সদস্যরাও।
Free Access