
The Truth of Bengal: এই মুহূর্তে দেশের ধনীতম মহিলা হলেন সাবিত্রী জিন্দাল। জেএসডব্লু স্টিলের কর্ণধার তিনি। ২৫০ কোটি ডলার সম্পত্তি নিয়ে তিনি যেমন দেশের ধনীতম মহিলা হতে পেরেছেন, আবার উইপ্রো কর্ণধার আজিম প্রেমজিকে টপকে উঠে দেশের ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছেন পাঁচ নম্বরে। প্রথম স্থানে আছেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ৯২.৩ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে আছেন গৌতম আদানি। তাঁর সম্পদ ৮৫.৩ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন সাপুরজি মিস্ত্রি। তাঁর সম্পদ ৩৩.৮ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে আছেন শিব নাদার। তাঁর সম্পদ ৩১.৬ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে সাবিত্রী জিন্দাল ২৫০ কোটি ডলার।
দেশের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল কখনও কলেজে যাননি। প্রথাগত শিক্ষা নাথাকায় আগে ব্যবসায়িক দায়িত্বও সামলাননি কখনও। আচমকাই তাঁকে জেএসডব্লু গ্রুপের কর্ণধার হতে হয়। ২০২৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামী শিল্পপতি ওপি জিন্দলের মৃত্যু হলে তিনি পারিবারিক সংস্থার হাল ধরেন। তাঁর হাত ধরে কোম্পানির ব্যবসার শ্রীবৃদ্ধি হতে থাকে। মোট সম্পদের নিরিখে এখন তিনি দেশে পঞ্চম স্থানে থাকলেও বিশ্বের ধনীদের তালিকায়ও তিনি জায়গা করে নিয়েছে। তিনিই একমাত্র ভারতীয় প্রতিনিধি।
১৯৫০ সালে অসমের তিনসুকিয়ার জন্ম সাবিত্রী দেবীর। সেখানেই তাঁর বেড়ে ওঠা। ১৯৭০ সালে তাঁর বিয়ে হয়েছিল ওপি জিন্দালের সঙ্গে। তাঁর চার ছেলে ও পাঁচ মেয়ে। ছেলেদের মধ্যে পৃথ্বীরাজ, সজ্জন, রতন ও নবীন জিন্দাল দেশের পরিচিত শিল্পপতি। জিন্দাল গ্রুপের এক একটি বিভাগের দায়িত্ব আছেন সবাই। মূল কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন সাবিত্রী জিন্দাল। তাঁর হাত ধরে এগিয়ে চলেছে জিন্দাল গ্রুপ।