দেশ

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা

Sanjay Malhotra is the new Governor of Reserve Bank of India

Truth Of Bengal: অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে দেশের পরবর্তী রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিসিক্ত হলেন, যিনি রিজার্ভ ব্যাঙ্কের দ্বিতীয়-দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এর আগে বেনেগাল রামা রাও সাত বছরেরও বেশি সময় ধরে গভর্নর ছিলেন।

শক্তিকান্ত দাস ২০১৮ সালের ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর হিসেবে প্রথম নিযুক্ত হন। তৎকালীন গভর্নর উর্জিত প্যাটেলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের পর দাসকে এই দায়িত্ব দেওয়া হয়। পরে, ২০২১ সালের ডিসেম্বরে তার মেয়াদ তিন বছরের জন্য পুনর্নবীকরণ করা হয়। শক্তিকান্ত দাসের বর্তমান মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল।

দাস অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ এবং অর্থনৈতিক বিষয়ক বিভাগে সচিব হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি আটটি কেন্দ্রীয় বাজেট প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৫তম অর্থ কমিশনের সদস্য এবং জি-২০ সম্মেলনে ভারতের শেরপা হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বিশ্বব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাঙ্কে ভারতের বিকল্প গভর্নর হিসেবেও কাজ করেছেন। সঞ্জয় মালহোত্রা, যিনি ইতিমধ্যে রাজস্ব সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসেবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মুদ্রানীতির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Related Articles