কর্ণাটকে খুন কলেজ ছাত্রী, ‘লাভ জেহাদ’-এর বলি মেয়ে, দাবি কংগ্রেস নেতা বাবার
Sacrifice girl of 'Love Jihad', Congress leader's father claims

The Truth of Bengal: লোকসভা নির্বাচন চলাকালীন ‘লাভ জেহাদ’ নিয়ে উত্তাল কর্ণাটক। কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য। এক যুবকের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল বলে গুঞ্জন। ওই যুবতী সম্প্রতি অভিযুক্তকে এড়িয়ে চলছিলেন। যার পরিণতিতে এই খুন বলে অভিযোগ। মেয়েকে হারিয়ে ‘লাভ জেহাদ’ তত্ত্ব খাড়া করেছেন কংগ্রেস নেতা বাবা। কলেজ ক্যাম্পাসে খুন হন ২৩ বছরের নেহা হিরেমথ। এই ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে। ‘লাভ জেহাদ’ তত্ত্ব ওঠার পর সরব হয়েছে বিজেপি। যদিও রাজ্য প্রশাসন তাতে মান্যতা দিচ্ছে না
নিহত নেহা হিরেমথ বাবার অভিযোগ, দেশ জুড়ে ‘লভ জিহাদ’ বাড়ছে। তাই মেয়েদের সাবধানে রাখতে হবে। দলের কাউন্সিলরের এই মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। কারণ, ওই খুনের ঘটনায় ‘লভ জিহাদ’-এর অভিযোগ করেছে বিজেপিও। সেই সুরই শোনা গিয়েছে কন্যাহারা পিতার গলাতেও। লোকসভা নির্বাচন চলাকালীন এই ঘটনা নিয়ে এখন উত্তাল দক্ষিণের কর্ণাটক।
কর্নাটকের হুবলি জেলার কংগ্রেস কাউন্সিলর নিরঞ্জন হিরেমথ। তাঁর কন্যা নেহাকে বিভিবি কলেজের ক্যাম্পাসের মধ্যেই কুপিয়ে খুন করা হয়। এই খুনের ঘটনায় অভিযোগ নেহার প্রাক্তন সহপাঠী ফয়াজ নামে এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে ওই তরুণীকে ধারালো অস্ত্র পরপর কপাতে থাকে ফয়াজ। নেহা মাটিয়ে লুটিয়ে পড়লে সেখান থেকে পালিয়ে যায় ফয়াজ। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ধরে ফেলে পুলিশ।
এই ঘটনায় প্রথম থেকেই ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে সরব বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে কংগ্রেস সরকারের আমলে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। সেই জন্য প্রকাশ্যে এমন নৃশংস ঘটনা ঘটেছে। কর্নাটকের কংগ্রেস নেতার মেয়েকে খুনের ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে দক্ষিণের রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। নিহত ন্নেহার বাবা ছাড়াও বিজেপি ‘লাভ জেহাদ’ তত্ত্ব সামনে আনছেন। যদিও, রাজ্যের সিদ্দারামাইয়া সরকার জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত কারণেই এই হত্যাকাণ্ড। রাজ্যের আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে বিরোধী দলগুলি।
এই বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ‘ব্যক্তিগত কারণে খুনের ঘটনা ঘটেছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ‘বিজেপি কর্নাটকে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ করছে। কিন্তু সেই অভিযোগ একেবারেই মিথ্যে। রাজ্যে আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়নি।‘
এদিকে, এই খুনের ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। অভিযুক্তের শাস্তির দাবিতে কলেজে বিক্ষোভ শুরু হয়েছে। এবিভিপি ছাড়াও অন্য ছাত্র সংগঠনগুলি একযোগে বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনার তদন্ত প্রসঙ্গে হুবলির পুলিশ কমিশনার রেণুকা সুকুমার জানিয়েছেন, পলাতক অভিযুক্তকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে জানা যাবে খুনের আসল কারণ কী।