দেশ

আরএসএস নেতা খুনকাণ্ডে সর্বোচ্চ সাজা, ১৫ জন দোষীকে মৃত্যুদণ্ডের আদেশ

Maximum sentence for murder of RSS leader

The Truth of Bengal: আরএসএস নেতা রঞ্জিত শ্রীনিবাসন খুনের দায়ে দোষীদের সর্বোচ্চ সাজা ঘোষণা করল কেরলের আদালত। খু’নের মামলায় নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্টের ১৫ জন সদস্যকে মৃ’ত্যু’দ’ণ্ডের সাজা ঘোষণা করল কেরলের আদালত। প্রসঙ্গত, ২০২১ সালে খু’ন হয়েছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসন।নিজের বাড়িতে পরিবারের সামনেই তাঁকে খুন করা হয়।

এই ঘটনায় পুলিশ দাবি করে, এফআই-এর মূল সংগঠন এসডিপিআই-এর রাজ্য সম্পাদক কেএস শানের হ’ত্যার প্রতিশোধ নিতেই এই খু’ন করা হয় রঞ্জিতকে। উল্লেখ্য, ১৮ ডিসেম্বর আলাপুঝার মান্নানচেরিতে মারাত্মক হামলা হয়েছিল কেএস শানের উপর। এরপর মৃ’ত্যু হয় তাঁর। শানের মৃত্যুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে কেরলের স্থানীয় রাজনীতি। সূত্রের খবর, শানের মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যেই নাকি রঞ্জিতের বাড়িতে হামলা চালায় পিএফআই ও এসডিপিআইয়ের সদস্যরা।

পরিবারের সদস্যদের সামনে নৃশংসভাবে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করা হয় রঞ্জিতকে। রঞ্জিত খুনকাণ্ড মামলায় গ্রেপ্তার করা হয় পিএফআইয়ের সদস্যদের। এদিকে গত ২০ জানুয়ারি ১৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কেরলের মাভেলিকারার অ্যাডিশনাল সেশনস কোর্ট। তার পরেই দোষীদের জন্য সর্বোচ্চ সাজার আবেদন করেন সরকার পক্ষের আইনজীবী। তবে যেভাবে রঞ্জিত শ্রীনিবাসনকে পরিবারের সামনে খুন করা হয়েছিল, সেটা বিরলতম অপরাধের সমান। মঙ্গলবার এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাজা প্রাণদণ্ডের সাজা ঘোষণা করল কেরলের আদালত।