বামশাসিত রাজ্যে ৯ দিনে মদ বিক্রিতে আয় ৬৬৫ কোটি! হার মানাল চন্দ্রযান ৩ এর খরচকে
Record breaking Liquor sell in Kerala

The Truth of Bengal: বিভিন্ন রাজ্যের অর্থনীতির একটা বড় স্তম্ভ হল মদ। পরিসংখ্যান দেখলে বোঝা যায়, রাজ্যে আয়ের যে উৎস তার অধিকাংশ জায়গা দখল করে রয়েছে মদের করের উপর। কিন্তু বাম শাসিত রাজ্যে কেরালা মদ বিক্রির পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠে যায়। অতি সম্প্রতি একটি পরিসংক্যানে দেখা গিয়েছে, মাত্র ৯ দিনে মদ বিক্রি করে আয় হয়েছে ৬৬৫ কোটি টাকা। বিষয়টি মোটেই গল্পকথা নয়। আর এই অঙ্ক হার মানিয়েছে চন্দ্রযান ৩ মিশনের খরচকেও।
প্রশাসনিক সূত্রের খবর, ওনাম উৎসব উপলক্ষ্যে কেরালায় বিপুল পরিমাণ মদ বিক্রি হয়েছে। তার থেকে মোটা অঙ্কের কর আদায় হয়েছে পিনারাই বিজয়ন সরকারের। চলতি বছরে ২০ অগস্ট শুরু হয়েছে ওনাম উৎসব, চলেছে ৩১ অগস্ট পর্যন্ত। এই উৎসবে অংশ নিয়ে রাজ্যের বহু মানুষ মদ্যপান করে আনন্দ উপভোগ করেন।
কিন্তু চলতি বছরে মদ বিক্রির পরিমাণ যা দাঁড়িয়েছে, তা অবাক করার মতো। আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে ওনাম উৎসবের সময় মদ বিক্রির জেরে কেরল সরকারের মোট আয় হয়েছে ৭,২৮৫ কোটি টাকা। তার মধ্যে উৎসবের প্রথম ৯ দিনে সরকারের আয় হয়েছে ৬৬৫ কোটি টাকা। যা ইসরোর চন্দ্রযান-৩ মিশনের খরচকেও ছাপিয়ে গিয়েছে।