
The Truth of Bengal: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামমন্দির। এরমধ্যেই প্রকাশ্যে এল রামলালার মুখের অবয়ব। গত শুক্রবারই শিশু রামের মুখ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। এর আগে নিকষ কালো বিগ্রহের যে ছবি সামনে এসেছে, তবে তখন মুখটি কাপড় দিয়ে ঢাকা ছিল। অবশেষে এদিন সেই কাপড় সরিয়ে প্রকাশ্যে আনা হল রামলালার মুখ। আগামী সোমবার প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার দর্শন। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমি পথে। অস্থায়ী রাম মন্দির থেকে গতকালই রামলালাকে নিয়ে যাওয়া হয় নব নির্মিত মন্দিরে। সেখানে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নব নির্মিত রাম মন্দিরে ফের সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়েছে। পালন করা হচ্ছে বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার বিধি।
এদিকে, ভারতের নানা প্রান্ত থেকে আসছে আদরের রামলালার জন্য উপহার। সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি। বৃন্দাবন থেকে লাড্ডু, এছাড়াও ভডোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে ১ হাজার ২৬৫ কেজি লাড্ডু। এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, ২৫ জন কারিগর মিলে তিনদিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন। যা একমাস রাখলেও নষ্ট হবে না বলে সংস্থার কর্ণধারের দাবি।
Free Access