যোগীরাজ্য নৈরাজ্য! অপহরণের মামলা প্রত্যাহার করতে চাপ দিচ্ছে পুলিশ
স্কুলের এক ছাত্রের মাকে মারধর করা হয়েছে, পুলিশ চাপ সৃষ্টি করছে, অপহরণের মামলা প্রত্যাহার করার।

The Truth of Bengal: মেয়েকে অপহরণ করা হয়েছে, এমনই একটি মামলা দায়ের করেছিলেন এক অভিভাবক। কিন্তু বাড়িতে গিয়ে পুলিশকর্মীরা মারধর করে সেই মামলা প্রত্যাহারের হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মিলাক থানার ওসিসহ কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকে থানার সামনে। অভিযোগ, স্কুলের এক ছাত্রের মাকে মারধর করা হয়েছে, পুলিশ চাপ সৃষ্টি করছে, অপহরণের মামলা প্রত্যাহার করার। থানার সামনে বিক্ষোভের কথা জানতে পেরেই পুলিশ সুপার, মিলাক থানার একজন সার্কেল অফিসার, স্টেশন হাউস অফিসারকে দুই কনস্টেবলকে সাসপেন্ড করেছেন। এদিন স্কুলের সামনে বিক্ষোভের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সূত্রের খবর, ১২ বছর বয়সী মেয়েটির মা অভিযোগ, ফাঁড়ির ইনচার্জ অশোক কুমারসহ কয়েকজন পুলিশ মঙ্গলবার তার বাড়িতে গিয়ে তাঁকে এবং তার মেয়েকে মারধর করে। আক্রান্ত মহিলার কথা, পুলিশ আমাকে দুই-তিনবার চড় মারে এবং আমার জামাকাপড় ছিঁড়ে দেয়, তিনি দাবি করেছেন, মামলা প্রত্যাহারের জন্য তাদের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার, সংসার সিং জানিয়েছেন, আক্রান্ত মহিলা মঙ্গলবার দুই কিশোরের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৫৪, এবং 363 ধারায় মামলা রুজু করেছেন। অভিযোগ ওই দুই যুবক, তাঁর মেয়েকে জোর করে মোটরবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। পুলিশ দুই যুবককে আটক করেছে, তদন্ত দোষী প্রমাণিত হলে, কঠোর পদক্ষেপ করা হবে।