লালুকে তলব প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে হুঁশিয়ারি লালু কন্যার
Lalu's daughter warned the central agency about summoning Lalu

The Truth Of Bengal : বিহারে পালাবদল এর মাঝে বড় খবর। সময়টা ভালো যাচ্ছে না লালু যাদবের জন্য। একদিকে তাঁদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপির এনডিএ-র কাছে ফিরে গিয়ে নতুন করে সরকার গঠন করেছেন নীতীশ কুমার। এই ডামাডোলের মাঝে সোমবার ইডি দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব। লালু প্রসাদ যাদবকে জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে।
সেই নিয়ম মেনেই সোমবার সকালে পটনায় ইডি দফতরে লালু প্রসাদ যাদব হাজিরা দেন। ইডি দফতরের বাইরে জমায়েত করে বিপুল সংখ্যক আরজেডি সমর্থক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। লালুকে তলব প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে ঝাঁঝালো আক্রমণ করলেন তাঁর কন্যা রোহিনী আচার্য। তাঁর দাবি, বাবার সঙ্গে ‘অমানবিক আচরণ’ করছেন ইডি আধিকারিকরা।
রোহিনীর কথায়, ‘সকলেই জানেন বাবা সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না। তবুও কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা তাঁকে তাঁর সহকারী ছাড়াই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে বাধ্য করেন।’ ইডিকে হুঁশিয়ারির সুরে লালু-কন্য়ার বার্তা, ‘বাবার গায়ে একটা আঁচড়ও লাগলে তিনি ছেড়ে কথা বলব না। এক্স হ্যান্ডেলে ইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোহিনী।
FREE ACCESS