দেশ

দুই প্রেমিকার সঙ্গে হাত মিলিয়ে স্ত্রীকে খুন! হাতিয়ার ‘অ্যানাস্থেসিয়া’

Kill his wife hand in hand with two lovers! 'Anaesthesia' is the tool of murder.

Truth Of Bengal: ওড়িশায় ন্যক্কারজনক ঘটনা। প্রেমিকার সঙ্গে হাত মিলিয়ে নিজের স্ত্রীকে খুন করলো এক ব্যক্তি। তবে শুনলে অবাক হবেন একজন প্রেমিকা নয়, ওই ব্যক্তির দু’জন প্রেমিকা জড়িয়ে রয়েছে এই ঘটনায়। খুনের হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয় ‘অ্যানাস্থেসিয়া’। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদ্যুম্ন কুমার দাস। দুই অভিযুক্ত মহিলার নাম রোজি পাত্র এবং এজিন্টা ভুইয়াঁ।

ঘটনার বিতরণে জানা যায়, রোজি এবং এজিন্টা দুজনেই দুজনের পরিচিত। এদের দুজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে প্রদ্যুম্নের। তবে বাধা হয়ে দাঁড়ায় তাঁর স্ত্রী শুভশ্রী। তখনই তিনজন মিলে তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষে ফেলে। জানা যায়, ২৮ অক্টোবর স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে প্রেমিকা রোজির বাড়িতে নিয়ে যায় ধৃত ব্যক্তি। যেখানে আগে থেকেই তাঁর আর এক প্রেমিকাও ছিলো। তিনজন মিলে শুভশ্রীর হাত চেপে ধরে ঘাড়ে এবং কোমরে ইনজেকশন প্র্রয়োগ করে। জ্ঞান হারান ওই মহিলা। এরপর হাসপাতলে নিয়ে গেলে টিনাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপরে ওই বধূ আত্মহত্যার চেষ্টা করেছিল বলে থানায় অভিযোগ দায়ের করেন প্রদ্যুম্ন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যানাস্থেসিয়ার ওভারডোজ়ের কারণেই মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে। ততক্ষনাৎ গ্রেফতার করা হয় প্রদ্যুম্ন এবং তার দুই প্রেমিকাকে। রোজি এবং এজিন্টা দুজনেই ওষুধের দোকানে কাজ করতেন। কার্যত ‘অ্যানাস্থেসিয়া’ জোগাড় করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ‘অ্যানাস্থেসিয়া’ ইনজেকশন নিজের স্ত্রীর ঘাড়ে, কোমরে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় ধৃত প্রদ্যুম্ন কুমার দাস।

Related Articles