দেশ

চিন্তা বাড়ল আপ শিবিরে, খারিজ হল কেজরিওয়ালের আবেদন 

Kejriwal's appeal was dismissed

The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছিল আপ। নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পর তাঁকে গ্রেফতার করা অবৈধ বলে দাবি করা হয়েছিল। দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর গ্রেফতারের পিছনে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এই মামলা শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বৈধ। অনৈতিকভাবে গ্রেফতার নয়। আইনি পথেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর কেন্দ্রীয় এজেন্সি আরও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ বিরোধীদের। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে বারে বারে অভিযোগ তুলেছে বিরোধীরা।

বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের বক্তব্য বিজেপির অঙ্গুলী হেলনে চলছে কেন্দ্রীয় এজেন্সি। দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী কে এইভাবে গ্রেফতার করা যায় না বলে দাবি করা হয়েছিল বিরোধীদের তরফে। এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী তিহার জেলে রয়েছেন। দিল্লি হাইকোর্টে তার আবেদন খারিজ হয়ে গেল। দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল তার গ্রেফতারি অবৈধ নয়।

Related Articles