ইডির হেফাজত শেষ কেজরির, ১৫এপ্রিল পর্যন্ত থাকতে হবে জেলে
Kejri, who is in ED custody, will remain in jail till April 15

The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছিলেন ইডির হেফাজতে।আবগারি দুর্নীতি মামলায় ২১মার্চ তাঁকে গ্রেফতার করে ইডি।বাড়িতে গিয়ে গ্রেফতার করে আনে ইডির ১০কর্তা। সেই ইডির হেফাজতের মেয়াদ শেষ হয় সোমবার।
এই অবস্থায় সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালকে তোলা হয়।আদালতে ইডি আশ্চর্যজনকভাবে তাঁকে হেফাজতে চায়নি।তাই আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে তদন্তের স্বার্থে আরও ১৫এপ্রিল জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।সেইমতো ১৫এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে কারাগারেই কাটাতে হবে।
কেন ইডি তাঁকে হেফাজতে চায়নি তাই নিয়ে উঠছে প্রশ্ন।এদিকে বিজেপি সরকারের বিরুদ্ধে কেজরির গ্রেফতারে নিয়ে প্রচারে নেমেছে আপ।রবিবার দিল্লিতে হয় মহাসমাবেশ।২৮টির কাছে দল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের নিন্দা করেন।অবিলম্বে তাঁর মুক্তির দাবি তোলে।তাতে কেন্দ্র বেশকিছুটা চাপে।এই অবস্থায় ইডির তদন্ত কোনপথে এগোয় তা দেখার বিষয়।