বিনা অনুমতিতে স্ত্রীর গয়না বন্ধক রাখা অপরাধ! আর কি জানাল হাই কোর্ট
It is a crime to pawn the wife's jewelry without permission! What else did the High Court say?

Truth Of Bengal: কেরলের হাই কোর্টের অভিনব রায়। স্ত্রীর অনুমতি ছাড়া তাঁর বিয়েতে পাওয়া সোনার গয়না যদি কোথাও গচ্ছিত রাখা হয় তাহলে তা বিশ্বাসভঙ্গের অপরাধ। একটি মামলায় এমনই রায় জানিয়েছে কেরলের হাই কোর্ট।
কাসারগোডের এক বাসিন্দা হাইকোর্টে অভিযোগ জানান যে, এই সংক্রান্ত মামলায় বিশ্বাসভঙ্গের অভিযোগে নিম্ন ও দায়রা আদালত তাঁকে ছ’মাসের জেল শাস্তি দিয়েছে। কিন্তু কেরলের হাই কোর্টের বিচারপতি এ বিষয়ে জানান, এই মামলায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সব উপাদান (আইপিসি ধারা ৪০৬) প্রমাণিত হয়েছে। এরপরই অভিযুক্তর ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা বহাল রাখার নির্দেশ জারি রাখে কেরল হাই কোর্ট।
অভিযোগ উঠেছে, মামলাকারী ওই ব্যক্তি তাঁর স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে একটি সোনার ঋণ দেওয়া সংস্থার কাছে বন্ধক রেখে ঋণ নিয়েছেন। লকারে না রেখে ওই পারিবারিক গয়না স্ত্রীর অনুমতি ছাড়া বন্ধক রাখা হয়েছে। স্ত্রী জানান, বিয়ের সময় তাঁর মায়ের থেকে ওই গয়নাগুলি তিনি পেয়েছিলেন, তা লকারে রাখা হয়েছিল। অভিযোগ, গয়নাগুলি তাঁর অনুমতি না নিয়েই গচ্ছিত রাখতে যান ওই মহিলার স্বামী।
এরপর ওই মহিলা নিম্ন আদালতে তাঁর স্বামীর বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিলেন। সেই নিম্ন আদালতের দেওয়া ছ’মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকার জরিমানাকে ওই মহিলার স্বামী হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু সেখানেও তাঁর জন্য একই শাস্তি অপেক্ষা করছিল।