দেশ

তিরুপতি ইস্কন মন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল, আতঙ্কিত সকলে

ISKCON temple in Tirupati receives bomb threat email, everyone panics

Truth Of Bengal : একের পর এক বিমান, হোটেলের পর এবার শিরোনামে তিরুপতির ইসকন মন্দির। এবার বোমাতঙ্ক ছড়াল সেখানে। জানা গেছে, রবিবার রাতে ওই মন্দিরের এক কর্মচারীর কাছে একটি ইমেল আসে। যেখানে বলা হয়েছে, আইসিস জঙ্গিরা বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। ইমেল আসার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রাথমিকভাবে তল্লাশিতে কোনওরকম বোমা খুঁজে পাওয়া যায়নি। গত কয়েকদিনে নানা প্রান্ত থেকে বোমাতঙ্কেরখবর ছড়িয়েছে।তবে এবার একটি ইমেল ঘিরে তিরুপতি মন্দিরে ছড়াল বোমাতঙ্ক। রবিবার একাধিক ভারতীয় উড়ান সংস্থার অন্তত ৫০টি বিমানেভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছে।

এই নিয়ে মোট ৩৫০ টি ভুয়ো বোমাতঙ্কের খবর মিলেছে। বারবার বোমা রাখার খবরে রীতিমতো আতঙ্কে রয়েছে যাত্রীরা। শুধু তাই নয়, ব্যহত হচ্ছে একাধিক বিমান চলাচল। আর ঠিক এহেন পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ইস্কন মন্দিরে। এর আগে তিরুপতির তিনটি হোটেলে বোমার আতঙ্ক দানা বেধেছিল। তল্লাশি চালিয়ে মেলেনিবোমা। কিছুদিন কাটতে না কাটতেই এবার আতঙ্ক ছড়াল  তিরুপতি মন্দিরে।

উল্লেখ্য, তিরুপতি মন্দিরে পুজো দিতে ভিড় সমাগম হয় বহু পুণ্যার্থীদের। এক সূত্র মারফত জানা গেছে, রবিবার গভীর রাতে মন্দিরের এক কর্মীর কাছে ‘আইসিস জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে মন্দির ধ্বংসের চেষ্টা করছে’ বলে একটি ইমেল আসে। রবিবারের পর সোমবারে সেই খবর সামনে আসতেই গোটা মন্দির চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ইমেলের সত্যতা যাচাইয়ে এরপর তল্লাশি অভিযানে নামে  পুলিশ। নামানো হয় বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুরকেও। তবে মন্দিরে তল্লাশিতে বোমা মেলেনি বলেই খবর।