বিজেপির বিরুদ্ধে লড়াইতে ইন্ডিয়া জোট, আগামীর ঘোষণাপত্র থাকতে পারে রাঁচির সভায়
India alliance to fight against BJP, may have future manifesto in Ranchi meeting

The Truth of Bengal : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ায় দেশের রাজধানীতে ৩১মার্চ সমাবেশ করে ইন্ডিয়া জোট। মহাসমাবেশ থেকেই বিজেপি সরকারের গ্রেফতারির নিন্দা করা হয়। সেই সমাবেশে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ জোরদার হয়।সমাবেশে যোগ দেয় ২৭টি রাজনৈতিক দল। আর রবিবার রাঁচিতে হেমন্ত সোরেনের গ্রেফতারের প্রতিবাদে মেগা সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নীলনকশা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির।বলা যায়,প্রতিরক্ষা দফতরের জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি।এখনও তিনি হেফাজতে রয়েছেন।
হেমন্তের গ্রেফতারি আসলে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার জন্য বলে অভিযোগ তাঁর স্ত্রী কল্পনার।এবার সেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ডাকে রাঁচিতে বৃহত্তম সমাবেশের আয়োজন করা হয়েছে।সেই সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী,আরজেডির শীর্ষ নেতা তেজস্বি যাদবের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়।কিন্তু তাঁরা সম্ভবতঃ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় সমাবেশে যোগ দিতে পারবেন না।
তাঁদের জায়গায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিবেক গুপ্ত ইন্ডিয়া জোটের মেগা সমাবেশে থাকবেন।প্রথম দফার ভোটের পর দ্বিতীয় দফার প্রস্তুতি চলছে। বিরোধী শিবিরের দাবি এবার বিজেপি ১৫০আসনও পাবে না।তাই ইন্ডিয়া জোট এখন থেকে এককাট্টা লড়াইয়ের ডাক জোরদার করতে পারলে বিজেপির পরাজয় নিশ্চিত।সেই লক্ষ্যে আগামীর ঘোষণাপত্র চূড়ান্ত হতে পারে রবিবার।