দেশ
Trending

রামের সূর্য তিলকের সাক্ষী থাকলো গোটা দেশ! কী এই সূর্য তিলক? নেপথ্যে কোন বিজ্ঞান?

Historical Moment In Ayodhya, the country saw Ram's Surya Tilak

The Truth Of Bengal : ঐতিহাসিক মুহূর্ত অযোধ্যা রামমন্দিরে। রাম মন্দিরের পক্ষ থেকে রামের সূর্য তিলকের আয়োজন করা হয়। স্বয়ং সূর্য রামচন্দ্রের তিলক করেন। এদিন প্রায় ৪ মিনিট ধরে নিজের আলোয় রামের ললাটের শোভা বৃদ্ধি করেন সূর্য। সারা দেশে রাম নবমী পালিত হচ্ছে। তবে এবারের রাম নবমী নানান কারণে অন্যান্য বারের থেকে আলাদা। ৫০০ বছরের অপেক্ষার পর অযোধ্যা রাম মন্দিরে রাম নবমী পালিত হচ্ছে। আবার এই রাম নবমীতে একাধিক শুভ যোগের মেলা বসেছে। এমন পরিস্থিতিতে রাম নবমীকে আরও বিশেষ করে তোলার জন্য অযোধ্যা রাম মন্দির কর্তৃপক্ষ রামের সূর্য তিলকের আয়োজন করে। দেখা রামলালার কপালে পড়ছে সূর্যের ছটা। ১১টা ৫৮ থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত এই সূর্য তিলক ছিল।

সূর্যাভিষেক শব্দটি সূর্য এবং অভিষেক এসেছে। সূর্য অভিষেক আসলে আলোকবিদ্যা এবং যান্ত্রিকতার মিশেল। যেখানে সূর্যের রশ্মি দেবতার কপালে পড়ে শ্রদ্ধার প্রতীক হিসেবে। সেটাই হল অযোধ্যার রাম মন্দিরে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন মন্দিরগুলির জন্য অপরিহার্য ছিল এই ব্যবস্থা। রাম মন্দিরে সেই মেকানিজম ব্যবহার করা হয়েছে।

সূর্যের আলো রাম মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট রামলালার কপালকে আলোকিত করে। রামলালার কপালে আলোকিত সূর্যের আলো ‘সূর্য তিলক’ তৈরি করে। রাম নবমীতে সূর্যাভিষেক অনুষ্ঠান একেবারে নিখুঁত করতে আগে দুটি পরীক্ষা করা হয়। IIT টিম একটি নির্দিষ্ট স্থানে সূর্যের রশ্মিকে রামলালার কপালে সঠিক ভাবে আলোকিত করার জন্য উচ্চমানের আয়না এবং লেন্স-সহ যন্ত্রপাতি বসানো হয়। এই সূর্য তিলকের জন্য সূর্যের রশ্মি তিনটি ভিন্ন আয়না দ্বারা বিভিন্ন কোণে সরানো হয়। এর পরে রশ্মি পিতলের পাইপের মাধ্যমে লেন্সে এসে পড়ে। সেখান থেকে সরাসরি রাম লালার কপালে দৃশ্যমান হয়।

Related Articles