দেশ

সরকারি টেন্ডারে মুসলিম কোটা? যা ভাবছে কর্নাটক সরকার..

Government tender Muslim quota? What Karnataka government is thinking..

Truth Of Bengal: সিভিল নির্মাণ সরকারি কাজে মুসলিম সংরক্ষণের কথা ভাবছে সরকার? জোর চর্চা কর্নাটকের রাজনৈতিক মহলে। সবুজ সঙ্কেত পেলে সরকারি টেন্ডারে ৪৭ শতাংশ কোটা হবে কর্নাটকে।

বর্তমানে, সিভিল নির্মাণে এসসি/এসটি সংরক্ষণ  ২৪ শতাংশ। ওবিসি নির্মাণকারীরা পড়েন ক্যাটাগরি ১ ( ৪ শতাংশ) এবং ক্যাটাগরি ২ এ ( ১৫ শতাংশ)। সবটা মিলিয়ে দাঁড়ায় ৪৩ শতাংশে।

সূত্রের খবর, মুসলিমদের ক্যাটাগরি ২ বি-র ৪ শতাংশ সংরক্ষণের আওতায় আনার চিন্তাভাবনা চলছে। এ মর্মে কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি।

প্রথমবার ক্ষমতায় এসে নির্মাণ কাজে এসসি এসটি কোটা এনেছিলেন সিদ্দারামাইয়া। এ বছরের শুরুতে দুটি ওবিসি ক্যাটাগরিও একই বেনিফিট পেয়েছে।

ক্যাটাগরি ১-এর আওতায় যে ৯৫ টি গোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম বেস্টা, উপ্পারা, দলিত খ্রিস্টান। অন্যদিকে, ক্যাটাগরি ২ এর মধ্যে পড়ে কুরুবাস, ইডিগাস সহ প্রায় ১০০ টি গোষ্ঠী।

তবে, সরকারের এই ভাবনা ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে বিভিন্ন মহলে। মনে করা হচ্ছে, এর ফলে সরকারের প্রতি ক্ষুব্ধ অন্যান্যা কন্ট্র্যাক্টাররা বিশেষ করে ভোক্কালিগা এবং লিঙ্গায়েতরা। সরকারের সঙ্গে আলোচনা চেয়ে চাপ বাড়াচ্ছে তারা।

Related Articles