
Truth Of Bengal: শুক্রবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বারনোটিতে একটি সেনা ক্যাম্পের কাছে কিছু সন্দেহজনক গতিবিধি দেখা গিয়েছে। সন্দেহভাজন সন্ত্রাসীরা সেনা ক্যাম্প লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনার পর সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং সন্ত্রাসীদের যোগ্য জবাব দেয়।
এর পাশাপাশি সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু করেছেন সেনা জওয়ানরা। তবে সন্ত্রাসীদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। সেনা আধিকারিকরা জানিয়েছেন, শনিবার ভোরবেলা জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার উচ্চতর অঞ্চলে সেনা সৈন্যরা সন্ত্রাসীদের মুখোমুখি হয়। এর পর শুরু হয় গুলির লড়াই। তবে গুলির লড়াইয়ে পিছু হটে এলাকা থেকে পালিয়ে যায় জঙ্গিরা। সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, বাটোদ পঞ্চায়েতের একটি অস্থায়ী সেনা শিবিরের সতর্ক সেন্ট্রি পোস্ট প্রায় রাতা ১.২০-র দিকে সন্দেহভাজন সন্ত্রাসীদের কার্যকলাপ শনাক্ত করে। এরপরই গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা। তিনি বলেন, সেনাবাহিনী পাল্টা গুলি চালালে প্রায় আধা ঘণ্টা উভয় পক্ষ থেকে দফায় দফায় গুলি চলে। তবে এ ঘটনায় কোনও সেনা হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সেনা কর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা তিন জন ছিল বলে মনে করা হচ্ছে। তারা সবাই জঙ্গলের দিকে পালিয়ে যায়। সেনা জওয়ানরা সন্ত্রাসীদের খুঁজে বের করতে কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করেছে।