২৭ সপ্তাহের বেশি বয়সী ভ্রূণের বাঁচার অধিকার আছে, গর্ভপাতের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
Supreem Court

The Truth of Bengal: ২৭ সপ্তাহের বেশি বয়সী ভ্রূণের বাঁচার অধিকার আছে। এটি মৌলিক অধিকার। ২৭ সপ্তাহের বেশি একটি ভ্রূণের গরভপাত চেয়ে মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গরভপাতের আবেদন খারিজ করে দিয়েছে দসের শীর্ষ আদালত। দিল্লি হাইকোর্টের গত ৩ মে আদেশকে চ্যালেঞ্জ করে এক মহিলা সুপ্রিম করতে আবেদন করেছিলেন। সেই মামলার শুনানির সময় এই আদেশ দেয় সুপ্রিম করতে বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ।
বুধবার সুপ্রিম কোর্ট ২০ বছর বয়সী এক অবিবাহিত মহিলার ২৭ সপ্তাহের বেশি গর্ভাবস্থার গর্ভপাতের আবেদন জমা পড়ে। সেই মামলায় বিআর গাভাইয়ের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চের বিচারপতি এসভিএন ভাট্টি এবং সন্দীপ মেহতা মহিলার আইনজীবীকে বলেন, ‘আমরা আইনের বিপরীতে কোনও আদেশ দিতে পারি না। গর্ভে থাকা শিশুরও বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে৷ আপনি এ সম্পর্কে কী বলেন?’ এই প্রশ্নে মহিলার কৌঁসুলি বলেন, ‘মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট শুধুমাত্র মায়ের কথা বলে। ভ্রূণ গর্ভে আছে এবং সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তা মায়ের অধিকার।‘
মহিলার আইনজীবী আরও বলেন, ‘আবেদনকারী গুরুতর অসুস্থ অবস্থার মধ্যে রয়েছেন। তিনি বাইরেও আসতে পারেন না। তিনি NEET পরীক্ষার জন্য ক্লাস নিচ্ছেন। এই পর্যায়ে তিনি সমাজের মুখোমুখি হতে পারবেন না।‘ আইনজীবী যুক্তি দিয়ে বলেন, ‘তাঁর মানসিক এবং শারীরিক সুস্থতা বিবেচনা করা উচিত।‘
উচ্চ আদালতের আগে আবেদনকারী বলেছিলেন যে, তিনি পেটে অস্বস্তি অনুভব করেছিলেন। আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়েছিল। তাতে দেখা যায় তিনি ২৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। যা গর্ভপাতের ২৪ সপ্তাহের আইনত অনুমোদিত সীমার বাইরে ছিল। আইন অনুযায়ী, ২৪ সপ্তাহের বেশি সময়কালের গর্ভাবস্থায় গর্ভপাত অনুমোদিত হতে পারে যদি মেডিক্যাল বোর্ড জানান যে ভ্রূণের অস্বাভাবিকতা বা গর্ভবতী মহিলার জীবন সংশয় আছে। কিন্তু, এ ক্ষেত্রে ভ্রূণের কোনও অস্বাভাবিকতা পায়নি সুপ্রিম কোর্ট। তাই সওয়াল-জবাব শেষে ২৭ সপ্তাহের বেশি বয়সী ভ্রূণের বাঁচার মৌলিক অধিকার আছে বলে জানিয়ে মহিলার আবেদন খারিজ করে