
Truth Of Bengal: বদায়ুর মুজরিয়া থানার এলাকার মেরঠ হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকাল প্রায় সাতটার সময় মুজরিয়া গ্রামের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে একটি টেম্পোর ধাক্কা হয়। যার জেরে ওই টেম্পোতে থাকা ছয় ব্যক্তি প্রাণ হারান। আর আহত হয়েছেন পাঁচ ব্যক্তি। দুর্ঘটনার সময় পেছন থেকে আসা একটি গাড়ি ডিভাইডারের সাথে ধাক্কা খায়, ফলে পরিস্থিতি আরো গুরুতর হয়।
দুর্ঘটনায় মৃতরা নয়ডা থেকে ফিরছিলেন। তারা সেখানে কাজ করতেন এবং দীপাবলি উৎযাপনের জন্য টেম্পো বুক করে বাড়ি ফিরছিলেন। সে সময় টেম্পোটি হঠাৎ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়, তার জেরেই ঘটে এ ঘটনা। চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকেরা জড়ো হয়ে পড়েন, তারাই খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে সকল আহতকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে ছয় জনকে মৃত ঘোষণা করা হয়, তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।
আহতদের খবর নিতে ডিএম এবং এসএসপি হাসপাতালে পৌঁছান তারা। উন্নত চিকিৎসা করার নির্দেশ দেন চিকিৎসকদের। ট্রাক্টরটি আটক করেছে পুলিশ কিন্তু চালক পালিয়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে।