সাড়ে ৬টা পর্যন্ত ডিউটি বাধ্যতামূলক সরকারি কর্মীদের
Duty till 6:30 is mandatory for government employees

Truth of Bengal : সরকারি কর্মীদের ডিউটি আওয়ার্সেও নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। আগেই কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে চালু হয়েছিল বায়োমেট্রিক। জানা যাচ্ছে, সন্ধ্যা সাড়ে ছ‘টা পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিউটি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
এছাড়াও কেন্দ্রের নয়া নির্দেশিকাতে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছ‘টা পর্যন্ত অফিস খোলা থাকবে। অর্থাৎ এবার থেকে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের কোনও অফিসে সন্ধ্যা সাড়ে ছ‘টার মধ্যে গেলে পরিষেবা পাবেন। আট ঘণ্টা ডিউটি এবং আধ ঘণ্টা টিফিনের জন্য বরাদ্দ। যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নয় তাই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।
চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তাহে ছ‘দিনের বদলে পাঁচ দিন ডিউটি করতে হয়। ডিউটি আওয়ার্স নিয়ে সেসময় থেকেই আলোচনা হয়ে আসছে। এবার অবশেষে তা কার্যকর হতে চলেছে।