দেশ

নামার সময় দুর্ঘটনা, কেদারনাথে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স

During landing, the air ambulance crashed in Kedarnath

Truth of Bengal: কেদারনাথে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স। শনিবার কেদারনাথে হেলিপ্যাডে নামার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে। রিপোর্ট অনুযায়ী, হেলিপ্যাডের থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে আছড়ে পড়ে হেলিকপ্টার। এক রোগীকে নিয়ে যাওয়ার জন্য কেদারনাথে এসেছিল হেলিকপ্টারটি। এইমস হৃষিকেশ থেকে আসা ওই কপ্টারে ছিলেন ২ জন ডাক্তার এবং পাইলট। তবে স্বস্তির বিষয় এই ঘটনার পর  সকলেই সুরক্ষিত ছিলেন।

এই পুরো ঘটনাটি নিয়ে প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, শনিবার হেলিকপ্টারটি এক রোগীকে নিতে কেদারনাথে যাচ্ছিল। অবতরণের ঠিক আগে, হেলিকপ্টারটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এরপর হার্ড ল্যান্ডিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হেলিপ্যাডের প্রায় ১০ মিটার আগে জরুরি অবতরণ করেন। হেলিকপ্টারের লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকেরা জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়, সেজন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে তিন আরোহীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানান আধিকারিক। বলা বাহুল্য, ২০২৪ সালের অক্টোবর মাসে কেদারনাথে ধামে এই এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন হয়েছিল। কিন্তু আদৌ সেই পরিষেবা কতটা সুরক্ষিত, শনিবারের ঘটনায় তা নিয়ে তৈরি হল নতুন আশঙ্কা।

উল্লেখ্য, বর্তমানে চলছে চারধাম যাত্রা। এই বছর চারধাম যাত্রার সময় এটি তৃতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে, উত্তরকাশীর গাঙ্গানি (গঙ্গোত্রী) এলাকায় একটি দুর্ঘটনায় ৬ জন নিহত হন, যা হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন ও ত্রাণকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হেলিকপ্টারটির পিছনের লেজ সম্পূর্ণ ভেঙে গেছে, তবে কোনও যাত্রী আহত হননি। বারবার একই ধরনের ঘটনা ঘটায় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।

Related Articles