দেশ

পেমেন্ট করতে আর লাগবে না ইন্টারনেট! UPI এর বদলে ব্যবহার করুন UPI LITE 

Don't need internet to make payments, use UPI LITE instead of UPI

Truth Of Bengal: বাড়ির বাইরে গেলে যে হাতে টাকার ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে বর্তমানে তেমনটা নয়, প্রত্যেকের কাছে এখন ফোন আছে আর ফোন আছে মানেই হাতের মুঠোয় প্রায় গোটা বিশ্ব। এখন আর মানি ব্যাগে করে টাকা বাইরে নিয়ে যাওয়ার প্রচলন আর নেই বললেই চলে কারণ মানুষ এখন UPI পেমেন্ট করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যদি দেখেন ফোনে নেট শেষ, আর এইদিকে হাতে করে টাকাও নিয়ে বার হননি তখন কি করবেন ভেবেছেন? তার জন্য এক বিশেষ সুবিধা রয়েছে যা আপনার কাছে থাকা স্মার্টফোনের মাধ্যমেই মিলবে সেই সুবিধা। আসলে UPI এর বদলে যদি UPI LITE ব্যবহার করেন তাহলে বেশি সুযোগ পাবেন।

UPI LITE চালু হয় ২০২৩ সালে। ডিজিটাল পেমেন্টকে আরও উন্নত করতে এই সুবিধা চালু করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি যখন তখন পেমেন্ট করতে পারেন, এর জন্য দরকার পড়ে না কন ইন্টারনেটের। আগে RBI UPI Lite ওয়ালেটের সীমা ছিল ১০০০ এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০০০। তবে সোর্বচ্চ পেমেন্ট করা যেতে পারে ১০০০ টাকার মত।

UPI এর চেয়ে UPI LITE এখন বেশি সুবিধা ব্যবহার করা। কারণ এর মাধ্যমে আপনি যেকোনো প্রত্যন্ত এলাকাতেও পেমেন্ট করতে সক্ষম। আসলে ছোট খাটো পেমেন্টের জন্য লাগে এই UPI LITE। যেখানে ইন্টারনেট ব্যবস্থা তেমন একটা উন্নত নয় সেখানে সহজে কাজ করা যায় UPI LITE দিয়ে। এছাড়াও UPI এ যেমন বারবার নোটিফিকেশন আসে এই অ্যাপে সেইভাবে নোটিফিকেশন ও আসেনা। এছাড়াও এই অ্যাপ পুরোপুরি নিরাপদ, এমনকি এখানে বেশি প্রমাণীকরণ ও চায় না। এই নয়া ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ, কারণ অনেক সময় নেট রিচার্জ করা না থাকলে অনলাইন পেমেন্ট করা হয়ে ওঠেনা, আবার হাতে অনেক সময় ক্যাশ টাকাও থাকেনা সেই ক্ষেত্রে ভরসা UPI Lite।

Related Articles