দেশ

Delhi Explosion Radisson Hotel: লালকেল্লার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির র‍্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণ

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন ও দিল্লি পুলিশের একটি দল।

Truth of Bengal: লালকেল্লার ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ আতঙ্কে কেঁপে উঠল দিল্লি। বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ রাজধানীর মহিপালপুর এলাকার র‍্যাডিসন হোটেলের কাছে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন ও দিল্লি পুলিশের একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।তবে দীর্ঘ অনুসন্ধানের পর দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল বা আশপাশের এলাকা থেকে কোনও সন্দেহজনক বস্তু বা প্রমাণ মেলেনি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি বাসের টায়ার ফাটার শব্দকেই অনেকে বিস্ফোরণ বলে ভুল করেছিলেন। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং কোনও রকম গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য,  গত সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের। বিস্ফোরিত গাড়িটি চালাচ্ছিলেন এক চিকিৎসক, উমর উন-নবি। সেই ঘটনার সঙ্গে জঙ্গি যোগ পাওয়ার পর থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ওই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট জানানো হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু রাখবে ভারত।

এনআইএ ইতিমধ্যেই লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি অভিযান, গ্রেফতার করা হয়েছে কয়েকজন চিকিৎসককেও। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে ফের মহিপালপুরে বিস্ফোরণের শব্দে দিল্লিবাসীর মধ্যে ফের একবার আতঙ্ক ছড়াল বটে, তবে শেষ পর্যন্ত সেটি ভুল বিস্ফোরণ আতঙ্ক বলেই প্রমাণিত হয়েছে। দিল্লি জুড়ে জারি হয়েছে সর্তকতা।

Related Articles