জমি কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদবকে তলব করল দিল্লি আদালত
Delhi court summons Lalu Prasad Yadav in land scam case

Truth Of Bengal: প্রাক্তন রেলমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা লালু প্রসাদকে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। রেলওয়েতে নিয়োগ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এই মামলা তদন্ত করছে।
অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ চাকরিপ্রার্থীদের কাছ থেকে বা তাদের পরিবারের কাছ থেকে জমি ও সম্পত্তি গ্রহণ করেছিলেন রেলওয়েতে চাকরির বিনিময়ে। এই কেলেঙ্কারিটি সরকারি নিয়োগে দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত বৃহত্তর তদন্তের অংশ হিসেবে প্রকাশ্যে আসে।
সিবিআই-এর চার্জশিট পর্যালোচনা করে দিল্লির আদালত মামলাটি গ্রহণ করেছে এবং লালু প্রসাদসহ অন্যান্য অভিযুক্তদের তলব করেছে। মামলায় বেশ কয়েকজন প্রাক্তন রেল কর্মকর্তা ও আরজেডি প্রধানের ঘনিষ্ঠ সহযোগীদের নামও রয়েছে। এই মামলায় পরবর্তী শুনানির তারিখ শীঘ্রই নির্ধারিত হবে।