
The Truth of Bengal : দিল্লিতে ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ষা। সকাল থেকে দিল্লি-এনসিআরে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট জলে ভরে গেছে। বৃষ্টিতে যানবাহনসহ আটকে পড়েছে মানুষ। অনেক জায়গায় গাড়িগুলো জলে ডুবে থাকতে দেখা গেছে। এরই মধ্যে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১-এর ছাদ ধসে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি।
#UPDATE | 6 people injured after a roof collapsed at Terminal-1 of Delhi airport: Atul Garg, Fire Director https://t.co/r0ikZqMq9N
— ANI (@ANI) June 28, 2024
শুক্রবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআইএ) টার্মিনাল-১-এ ছাদের একটি অংশ ধসে অন্তত ৪ জন আহত হয়েছে , তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৫.৩০ নাগাদ দিল্লি ফায়ার সার্ভিসের কাছ থেকে ছাদ ধসে পড়ার একটি কল আসে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ছাদ ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারপু টুইট করেছেন, “T1 দিল্লি বিমানবন্দরে ছাদ ধসের ঘটনা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি। প্রথম প্রতিক্রিয়াকারীরা ঘটনাস্থলে কাজ করছে। এছাড়াও এয়ারলাইন্সগুলিকে T1-এ সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার পরামর্শ দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।” উদ্ধার অভিযান এখনো চলছে”
Union Minister of Civil Aviation Ram Mohan Naidu Kinjarapu tweets, “Personally monitoring the roof collapse incident at T1 Delhi Airport. First responders are working at the site. Also advised the airlines to assist all affected passengers at T1. The injured have been evacuated… https://t.co/SvaxXeQ0fm pic.twitter.com/vvknrqBGoh
— ANI (@ANI) June 28, 2024
৩ জুলাই পর্যন্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যেখানে শনিবার বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এমন পরিস্থিতিতে সপ্তাহান্তে বৃষ্টির কারণে তাপমাত্রা ৩৪ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আগামী তিনদিন দিল্লিতে বর্ষা আসার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।