দেশ

হাথরসে মৃত্যু-মিছিল! সিবিআই তদন্ত চেয়ে এলাহবাদ হাই কোর্টে মামলা

Death march in Hathor! Case in Allahabad High Court seeking CBI investigation

The Truth Of Bengal :  উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখা লাফিয়ে বাড়ছে। এখনঅ পর্যন্ত মৃতের সংখ্যা ১২৭। এবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠল। এই দাবিতে ইলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পর পুলিশের একটি বিশেষ দল তদন্তভার হাতে নিয়েছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করতে আজ বুধবার সকালে হাজির হয় ওই দলটি। পুলিশের এই তদন্তের পাশাপাশি এবার সিবিআই তদন্তের দাবি উঠল। পুলিশি এফআইআর-এ কেন নাম নেই অভিযুক্ত ভোলে বাবার? উঠছে এই প্রশ্ন। এরই মাঝে সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন গৌরব দ্বিবেদী নামে এক আইনজীবী।

মঙ্গলবার হাথরসে একটি সৎসঙ্গের আয়োজন হয়েছিল। নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মগুরুর ডাকে সেই সৎসঙ্গে ভিড় করেছিলেন আড়াই লক্ষের বেশি মানুষ। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হলেও শেষে বিপদ ঘটে। অনুষ্ঠানস্থল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেকের দাবি, ভোলে বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য হুড়হুড়ি শুরু হয়েছিল। আর তাতেই বিপত্তি ঘটে।

জানা যাচ্ছে, স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিয়েছিল। কিন্তু, উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। অভিযোগ, আয়োজকরা এই জনস্রোত নিয়ন্ত্রণে তেমন গুরুত্ব দেয়নি। যার জেরে এই ঘটনা। পদপিষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টা হয় বলে অভিযোগ উঠেছে।

এলাহবাদ হাই কোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়েরের পর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সেই মামলা হয়েছে। এদিকে ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার। ধর্মগুরু ভোলেবাবার এখনও কোনও সন্ধান মেলেনি বলে জানাচ্ছে পুলিশ। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে।

Related Articles