দেশ

বিজেপির রাজ্যে অপরাধ উদ্বেগ বাড়ছে,এনসিআরবির রিপোর্ট হাতিয়ার তৃনমূলের

Crime is a growing concern in BJP states

Truth of Bengal: আরজিকরে নৃশংসতম অপরাধ নিয়ে বাম-বিজেপি রাজনীতি করছে। অনভিপ্রেত বাংলার সেই ঘটনা নিয়ে যখন রাজনীতি করার অভিযোগ উঠছে তখন এনসিআরবির তথ্য প্রকাশ্যে আসায় মুখ পুড়ল বিজেপির। এবিষয়ে সাংসদ সাগরিকা ঘোষ, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সবরাজ্যের অপরাধের পরিসংখ্যান। যেখানে দেখা যাচ্ছে,বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গণ্যকরা  অপরাধ সবচেয়ে বেশি। অপরাধের তালিকায় নীচের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। নারী নিরাপত্তার ক্ষেত্রে দেশের ৩টি নিরাপদতম শহরের মধ্যে কলকাতা অন্যতম।

রাজ্যের রাজধানীতে এক তরুণ চিকিত্সকের মৃত্যু নিয়ে তপ্ত বাংলা।রাজ্য প্রশাসন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নেয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান স্পষ্ট করেন। ২৪ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করার পর ফাঁসির সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।পুলিশ ঘটনার কিনারা করতে যখন তত্পর ছিল,তখন বিরোধীরা এই সংবেদনশীলও স্পর্শকাতর বিষয়কে  হাতিয়ার  করে বিজেপি ময়দানে নেমেছে।আসলে তৃণমূল কংগ্রেস বলছে,জল ঘোলা করার চেষ্টা করছে বাম-বিজেপি। হাসপাতালে হামলার মতো ইন্ধন দেওয়ার মতো অভিযোগ উঠেছে রাম-বামের বিরুদ্ধে।

একইসঙ্গে ঘটনা নিন্দার ঝড় তুলেছে রাজ্যজুড়ে।এই অবস্থায় বাংলার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের অপরাধের বহর দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।গেরুয়া রাজ্য যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এনকাউন্টার আর লাভ জিহাদের জন্য শিরোনামে আসা যোগীরাজ্য উত্তরপ্রদেশে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে অপরাধ। গত কয়েকবছর ধরে দেশের বৃহত্তম রাজ্যে খুন,ধর্ষণ,দলিত নিপীড়ন ভয়ঙ্কর আকার নিয়েছে।

একথা অন্যকোনও সংস্থা নয়,খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তৈরি করা ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে কার্যতঃ বিজেপি শাসিত রাজ্য কাঠগড়ায়। তুলনায় বাংলায় যে অপরাধের ঘটনা যে কম তা এই জাতীয় স্তরের পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে আগেই। সাম্প্রতিককালে ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যের কথা তুলে ধরেছেন সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষের এক্সহ্যান্ডেলে পোস্ট করা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে,উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই,অপরাধ দমনে চরম ব্যর্থ বিজেপি সরকার।

সাগরিকা ঘোষের দেওয়া তথ্যে আরও পরিস্কার, কলকাতা হল নারীদের জন্য নিরাপদতম শহর।দেশের ৩টি নিরাপদতম শহরের মধ্যে তিলোত্তমা অন্যতম। এরআগে কলকাতা সবথেকে নিরাপদ শহরের তকমা পায়।শুধু বিজেপি শাসিত রাজ্যই নয়,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লিতেও গা শিউরে ওঠা নানা অপরাধের কাণ্ডকারখানা প্রকাশ্যে আসায় ডবল ইঞ্জিনের সুরাজ দেওয়ার প্রতিশ্রুতি ব্যর্থ হচ্ছে বলে বিরোধী ইন্ডিয়া জোটের অভিযোগ।

পূর্বে প্রকাশিত তথ্যে স্পষ্ট হয়, ২০২১ সালে দিল্লিতে মহিলাদের ওপর ১৩ হাজার ৮৯২টি অপরাধের ঘটনা ঘটেছে যা ২০২০ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৯ হাজার ৭৮২।এরপরও সেখানে অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ায় কাঠগড়ায় বিজেপি তথা কেন্দ্রের সরকার।

Related Articles