চলন্ত বাইকে প্রকাশ্যে চুম্বন দম্পতির, ভাইরাল ভিডিয়ো
Couple kissing in public on moving bike, viral video

Truth Of Bengal : সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির বিকাশপুরি ফ্লাইওভারে চলন্ত বাইকে একজন মহিলা এক পুরুষকে প্রকাশ্যে চুম্বন করছেন। চলন্ত বাইকে এরূপ কর্মকাণ্ড নিয়ে মোটেই তারা উদ্বিগ্ন নন। ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং রাস্তায় তাদের এবং অন্যদের জীবনের ঝুঁকি নিয়ে এরকম ছেলেখেলা করায় সাধারণ মানুষ এই ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।
चलती बाइक पर कपल ने किया खुल्लम-खुल्ला रोमांस, युवती ने किया लड़के को Kiss, वायरल हुआ वीडियो, मामला राजधानी दिल्ली के विकासपुरी फ्लाईओवर का है, देखिए इन लोगों को ना तो कानून का डर है और ना ही जिंदगी प्यारी, बस इन्हें लगी है रोमांस करने की बीमारी। @CPDelhi @dtptraffic… pic.twitter.com/s5kcpyZSRc
— Gagandeep Singh (@GagandeepNews) September 15, 2024
ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে অনেক ভিউজ অতিক্রান্ত হয়েছে। কমেন্ট বক্সে উঠেছে কমেন্টের ঝড়। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ” দায়িত্বজ্ঞানহীন”। ওপর একজন লিখেছেন, নিজেদের জীবনের পরোয়া না করে এরূপ ঘটনা ঘটাতে একটুও দ্বিধাবোধ করছেন না ওই যুবক-যুবতী। অপর এক ব্যবহারকারী লিখেছেন, অন্যের জীবন ঝুঁকিতে ফেলার কোন অধিকার নেই তাদের।