‘আমি নই, বদায়ূঁতে ভোটে লড়বে আমার ছেলে’,কাকা শিবপালের ঘোষণা!
Confusion in nephew Akhilesh's team

The Truth of Bengal: প্রায় দু’মাস আগে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের বদায়ূঁ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে তাঁর কাকা শিবপালের নাম ঘোষণা করেছিলেন। এসপির স্থানীয় নেতা-কর্মীরা প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এ বার বেঁকে বসলেন শিবপাল স্বয়ং! শিবপাল বুধবার জানিয়েছেন, তিনি নন, বদায়ূঁ লোকসভা কেন্দ্রে এসপির টিকিটে লড়বেন তাঁর ছেলে আদিত্য। এসপির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিংহ যাদবের ভাই বদায়ূঁতে দলের এক সভায় বলেন, ‘‘তিনি নন, দলের প্রার্থী হিসাবে এখানে তার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রথমে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু বদায়ূঁর মানুষ, বিশেষত যুবসমাজ চায়, আদিত্য ভোটে লড়ুক।’’ নবরাত্রির দিন বদায়ূঁতে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে আদিত্য মনোনয়ন জমা দেবেন বলেও জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপাল। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এখনও অখিলেশের দল সরকারি ভাবে প্রার্থী বদলের কথা ঘোষণা করেনি। আর তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৬ সালে অখিলেশ দলের অন্দরে তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন।
বাবা মুলায়ম ও কাকা শিবপাল মিলে তাঁর ঘনিষ্ঠ রামগোপাল যাদবকে দল থেকে বহিষ্কার করেন। যা নিয়ে শিবপালের সঙ্গে বিবাদ চরমে উঠেছিল অখিলেশের। ভাইপোর সঙ্গে মতবিরোধের জেরে ২০১৮ সালে শিবপাল তৈরি করেন প্রগতিশীল সমাজবাদী পার্টি। ২০১৭-র বিধানসভা ভোটে ক্ষমতাচ্যুত হয় এসপি। এর পরে কাকা-ভাইপো আবার কাছাকাছি এসেছিলেন। ২০২২-এ বিধানসভা নির্বাচনের আগে বিবাদে ইতি টেনে অখিলেশের সঙ্গে হাত মেলান শিবপাল।