হাথরস কাণ্ডে পুলিশের কাছে আত্মসমর্পণ প্রধান আয়োজকের
Chief Organizer Surrenders to Police in Hathras Case

The Truth Of Bengal: হাথরসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ সমাবেশের প্রধান আয়োজক দেব প্রকাশ মধুকর। দিল্লিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি বলেই দাবি করছেন তার আইনজীবী। দেবপ্রকাশ মধুকর হলেন যার নামে এফআইআর দায়ের করা হয়েছিল যিনি অভিযুক্ত হিসেবে পলাতক ছিলেন। এর আগে পুলিশের সাইবার বিশেষজ্ঞেরা টেকনিক্যাল টিম সাইবার টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে তাকে খুঁজে বার করার চেষ্টা করছিল। তার আইনজীবী জানিয়েছে হিপ যন্ত্রের সমস্যা রয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করানো দরকার। পুলিশ সূত্রে খবর ওই আয়জনের ৮৩ জন সংগঠক কে খুঁজছে পুলিশ যাদের মধ্যে ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক সূত্রে খবর, যে নারায়ন সরকার হরি ওরফে ভোলে বাবা তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা যেতে পারে। সূত্রের মতে শুধুমাত্র সংগঠকরাই পুলিশের আতশ কাচের নিচে রয়েছে এমন নয়। তবে স্বঘোষিত ধর্ম গুরুর বিরুদ্ধে প্রমাণ মিললে তারপরই গ্রেফতারের পরিকল্পনা করবে পুলিশ।
উত্তরপ্রদেশের হাথরসে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২১ জন। ঘটনার পর থেকে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। যে সমাবেশে ৫০ হাজার মানুষের অনুমতি ছিল সেখানে কিভাবে আড়াই লক্ষ মানুষের জমায়েত হলো? প্রশাসনের ভূমিকাই বা কি ছিল? শতাধিক প্রাণের মূল্য দিতে পারবে উত্তর প্রদেশ সরকার? এই ঘটনায় বিরোধীদের চাপের মুখে উত্তর প্রদেশের যোগী সরকার।