ইচ্ছে করলেই ধর্ম পরিবর্তন নয়, হতে হবে আইনি – পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের
Change of religion should be legal - observes Allahabad High Court

The Truth Of Bengal : সমাজে ধর্ম পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বহুকাল ধরেই এই বিষয়টিকে খুবই সূক্ষ্মতার নজরে দেখা হয়। এবার ধর্ম সংক্রান্ত একটি মামলায় এলাহাবাদ হাইকোর্টের একটি নতুন পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে। যেখানে বলা হয়েছে ধর্ম পরিবর্তন একজন ব্যক্তির স্বাধীনতার মধ্যে পড়ে। তবে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। এবং এই পরিবর্তনের সম্পন্ন প্রক্রিয়া আইনি পথে হতে হবে। পর্যবেক্ষণে স্পষ্ট বলা হয়েছে নিজের ইচ্ছা হলেই যে কেউ তার ধর্ম পরিবর্তন করতে পারবেনা। সম্পূর্ণ আইনি পথে এই পরিবর্তন করতে হবে। অন্যথায় এই পরিবর্তন গ্রাহ্য হবে না। এলাহাবাদ হাইকোর্টের ওই পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, “ধর্ম পরিবর্তনের জন্য, একটি হলফনামা বাধ্যতামূলকভাবে প্রস্তুত করতে হবে। তারপরে, সেই এলাকায় বহুল প্রচারিত সংবাদমাধ্যমে তা বিজ্ঞাপন আকারে দিতে হবে। তিনি ধর্ম পরিবর্তন করছেন তা ওই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার ধর্ম পরিবর্তনে যে এলাকার সাধারণ মানুষের কোন আপত্তি নেই তা ওই বিজ্ঞাপন থেকে স্পষ্ট হতে হবে।”
এই সমস্ত নিয়মকানুন গুলির বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। অনেক সময় দেখা যায় গায়ের জোরে ধর্মান্তকরণ ঘটে। অবৈধ বা অসৎ কোন কারনে ধর্ম পরিবর্তন করেন অনেকেই। হলো তো, এই ধরনের ঘটনা যেন না হয় সে কারণেই যে কোন ধর্ম পরিবর্তন এবার আইন সিদ্ধ হওয়া জরুরি। তাই বিজ্ঞাপন দিয়ে এলাকার মানুষকে জানাতে হবে যে তিনি ধর্ম পরিবর্তন করছেন। সেক্ষেত্রে এলাকার মানুষ যদি তাতে আপত্তি জানান তাহলে তাদের মতামত উঠে আসবে। এরা বাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণে আরও বলা হয় যে কোন ব্যক্তি ধর্ম পরিবর্তন করতে চান এমন হলে বিজ্ঞাপনের মাধ্যমে তার বয়স এবং বিস্তারিত তথ্য জানাতে হবে।
এরপর জাতীয় গেজেটে বিজ্ঞপ্তি দিতে হবে। সেটি এমন কোন গেজেট হতে হবে যা ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত এবং তার অনলাইন রেকর্ড রয়েছে। আবেদন করলে বিভাগটি নিবিড়ভাবে আবেদনটি বিচার করবে এবং একবার নিশ্চিত হবে যে সবকিছু কারণ ঠিক রয়েছে। ধর্ম পরিবর্তনের এই আবেদন করতে হবে ই গেজেটে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ এ ধর্ম পরিবর্তন সংক্রান্ত মামলার পর্যবেক্ষণ দিয়েছে। ওই পর্যবেক্ষণে বলা হচ্ছে ধর্ম পরিবর্তন করার ইচ্ছা বিশ্বাসযোগ্য করা প্রয়োজন। এ ধরনের ইচ্ছা বাস্তবায়নের জন্য স্পষ্ট প্রকাশ্য পদক্ষেপ গুলির অনুসরণ করতে হবে।
FREE ACCESS