দেশ
Trending

লোকসভার সুর বাঁধতে প্রচার শুরু বিহার থেকে , ১৩ জানুয়ারি প্রচার শুরু প্রধানমন্ত্রীর

Campaign to set tone for Lok Sabha starts from Bihar, Prime Minister's campaign starts on January 13

The Truth Of Bengal: লোকসভার সুর বাঁধতে বিহার থেকে প্রচার শুরু করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেই লক্ষ্যে ১৩জানুয়ারি বিহারের চম্পারন থেকেই প্রচারে নামছেন তিনি।রামমন্দির-৩৭০ধারা বাতিল-সিএএ-র মতো মেরুকরণের অস্ত্রে বিজেপি যে ধার দেবে তা মোদি-শাহের কথাতেই পরিস্কার।মোদিকে মুখের মতো জবাব দিতে বিরোধীরাও তৈরি হচ্ছে।রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকেই ভোটের দামামা বাজাতে চায়।তাঁরা এই পদযাত্রায় অংশ নেওয়ার ডাকও দিয়েছেন ইন্ডিয়া জোটের শরিকদেরও।

চব্বিশের লড়াইতে কে জিতবে তা ঠিক করতে জনতা।তাই জনতার দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ও বিরোধীরা।ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্ক বুঝে নিয়ে এবার মোদিকে সামনে রেখে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি।সেজন্য ১৩জানুয়ারি বিহারের চম্পারন থেকে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি।সেদিন প্রধানমন্ত্রী    রমন ময়দানে একটি Rally-তে নেতৃত্ব দেবেন। এরপর ধাপে ধাপে নরেন্দ্র মোদি,বেগুসরাই,ঔরঙ্গবাদে বক্তব্য রাখবেন। রাজনৈতিক মহল মনে করছে,যেহেতু বিহার থেকেই ইন্ডিয়া জোটের সলতে পাকানো হয়,তাই সেই ভূমি থেকেই বিরোধীদের একহাত নিয়ে বিজেপি ক্ষমতা জাহির করতে চায়।বিশেষ করে,নীতীশকুমারের নেতৃত্বে বিজেপি বিরোধী শিবির একজোট হওয়ায় বিজেপি যে চাপে পড়েছে তা বিজেপির এই কর্মসূচি থেকে পরিস্কার বলেও পর্যবেক্ষকদের একাংশের অভিমত।কারণ জেডিইউ সঙ্গ ছাড়ায় এখন বিহারে বিজেপি একঘরে হয়ে পড়েছে।বিজেপির রাজনৈতিক ছক হল,ছোট শরিকদের সংঘবদ্ধ করে ইন্ডিয়াকে টক্কর দেওয়া।যদিও নীতিশকুমারের নেতৃত্বাধীন বিরোধীরা এই প্রয়াসকে গুরুত্ব দিতে নারাজ।তাই তাঁরা প্রাথমিকভাবে ঠিক করেছে, ৪০আসনের লোকসভা আসনের মধ্যে আরজেডি, জেডিইউ ১৬টি করে লড়াই করবে।আর কংগ্রেসকে ৫টি এবং বামেদের ৩টি আসন ছেড়ে দিয়ে বিজেপি বিরোধী ভোট ভাগ রোখা।

শুধু শরিকরাই নয়,কংগ্রেসও তলে তলে ঘুটি সাজাচ্ছে।তাই জাতীয় রাজনীতিতে কালো ছায়া ফেলা মণিপুর থেকেই ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন রাহুল গান্ধী।।১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ র সূচনার মাধ্যমে বিজেপি বিরোধী লড়াইয়ের সুরকে সপ্তমে নিয়ে যেতে চান।সমাজের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দিতে এই পদযাত্রার তাত্পর্য   আলাদা রয়েছে বলে বিরোধী শিবির মনে করছে।তাই আঞ্চলিক স্বার্থ বা দলীয় স্বার্থকে পাশে সরিয়ে রেখে জাতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াইয়ের নীলনকশা কার্যকর করার জন্য কংগ্রেস নমনীয় মনোভাব নিচ্ছে।এই অবস্থায় কংগ্রেস প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে  ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে তাঁরা লড়বে ২৯০টি আসনে।  বাকি ২৫৩টি আসন  জোটের শরিকদের  ছেড়ে দেবে।রফা নিয়ে সবপক্ষ একসূত্রে সুর বাঁধলে   চব্বিশে বিজেপিকে হারানো কখনই অসম্ভব নয় বলে বিজেপি বিরোধী শিবির মনে করছে

Free Access

Related Articles