দেশ

নর্দমা থেকে উদ্ধার ১৮ মাসের শিশুকন্যার দেহ, তদন্তে মুম্বই পুলিশ

Body of 18-month-old baby girl recovered from sewer, Mumbai police investigating

Truth Of Bengal: বর্তমান সমাজের পরিস্থিতি ক্রমশ ভাবিয়ে তুলছে সকল বাবা-মাকে। তবে পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানদের জন্য বেশি চিন্তিত সবাই। তার জন্য দায়ী এই মানুষ। এবার প্রকাশ্যে এল আরও এক ভয়াবহ ঘটনা। চলতি সপ্তাহের শুক্রবার থেকে মাত্র ১৮ মাসের শিশুকন্যাকে খুজে পাওয়া যাচ্ছিল না। এক দিন পর তথা শনিবার ওই একরত্তি শিশুটির বাড়ির কাছের এক নর্দমা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের শিবাজি নগরে।

সূত্রের খবর, শুক্রবার বিকেল থেকে ওই শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন শিশুকন্যার কোন খোঁজ মেলেনি, তখন স্থানীয় থানায় খবর দেয় শিশুটির পরিবার। এরপর শনিবার বিকেলে তাঁদের বাড়ির কাছের এক নর্দমা থেকে উদ্ধার হয় একরত্তির মৃতদেহ।

এই মর্মান্তিক ঘটনার বিষয়ে জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কীভাবে এই শিশুর মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি। তাকেঁ হত্যা করা হয়েছে নাকি খেলতে খেলতে নিজেই নর্দমায় পড়ে গিয়েছে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই শিশউটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles