দেশ
Trending

রক্তাক্ত ভূস্বর্গ,জঙ্গির গুলিতে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের

Bloody heaven, the death of a migrant worker in the firing of militants

The Truth Of Bengal :ফের উত্তপ্ত কাশ্মীর ।  কাশ্মীরে আরও একবার পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনা ঘটলো । দুষ্কৃতির গুলি লেগে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছে আরও এক পরিযায়ী শ্রমিক। আহত ওই শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বেশ কিছু বছর ধরেই কাশ্মীরে লাগাতার পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনা ঘটেই চলেছে। পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম অমৃত পাল সিং। মৃত এই হকার হল পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন শ্রীনগরে হকারি করার সময় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হঠাৎ করেই অমৃত পাল সং কে লক্ষ করে গুলি চালাতে শুরু করে। গুলি লাগতেই পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত দেহ লুটিয়ে পরে মাটিতে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় অমৃত পাল সিং এর।গুলির ঘটনা চলাকালীন অমৃত পাল সিং এর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। তারও গুলি লাগে। গুরুতর ভাবে জখম হয় সে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে মুখ খুলতে নারাজ পুলিশ।

শ্রীনগরের ওই ঘটনাস্থল চারিদিকে দিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। দুষ্কৃতির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।এর আগেও গত বছর অক্টোবর মাসে মধ্যপ্রদেশের এক পরিযায়ী শ্রমিকে খুন করা হয়েছিল কাশ্মীরে। পরিযায়ী শ্রমিক খুনের আগেই এক পুলিশকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ৩ মাস পরেই ফের হত্যা করা হল এক পরিযায়ী শ্রমিককে।

Free Access  

Related Articles