ছত্তিশগড় জঙ্গলে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম ৯ মাওবাদী
Big success of security forces in Chhattisgarh jungle, killing 9 Maoists

Truth Of Bengal: মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ফের রক্ত ঝরল ছত্তিশগড়ে। দুই পক্ষের গুলির লড়ায়ে খতম ৯ মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড এবং সিএপিএফ যৌথ অভিযান। ঘটনাস্থলে পৌঁছাতেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর শুরু হয় গুলির লড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই গুলির লড়ায়ে গুলিবিদ্ধ হয়েছে ৯ জন মাওবাদী। গুলিবিদ্ধ হওয়া মাওবাদীদের কাছে থেকে উদ্ধার হয়েছে পচুর আগ্নেয়াস্ত্রও। এখনও অভিযান চালবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকায় মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাবে নিরাপত্তা বাহিনী। শুধু মাত্র চলতি বছরে আজকের ঘটনা মিলিয়ে মোট ১৫৪ জন মাওবাদী নিকেশ হল।
উল্লেখ্য চলতি বছরে মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় নিরাপত্তা বাহিনী। মাত্র ৬ ঘণ্টায় ১২জন মাওবাদী নিকেশ করা হয়। মাওবাদীদের ব্যবহার করা প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। অন্যদিকে ছত্তিশগড়ের বীজাপুরে মাওবাদীদের পাতা IED ব্লাস্টে দুই জওয়ান শহিদ হন।গত ১০ বছরে মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন ৬ হাজার ৬১৭ জন নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিক।