দেশ

টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরাখন্ডে! জারি লাল সতর্কবার্তা

Bad situation in Uttarakhand due to continuous rain! Red alert issued

Truth Of Bengal: নিন্মচাপের জেরে কার্যত নাজেহাল অবস্থা সারা দেশে জুড়ে। বৃষ্টিপাত ক্রমশ বেড়েই চলেছে দেশের বিভিন্ন জায়গায়। এই তালিকায় বাদ যায়নি উত্তরাখন্ডেও। শুক্রবার আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। যার জেরে রাজ্যের সমস্থ স্কুল বন্ধ।জানা গিয়েছে উত্তরাখন্ডে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুইজন মহিলার মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও একজন। এছাড়াও আহত হয়েছেন শিশু-সহ তিনজন

ভারী বৃষ্টির জেরে উত্তরাখন্ডের কুমায়ুন অঞ্চলে সর্বত্র জলমগ্ন হয়ে পড়েছে স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার সূত্রে খবর। বিপদের কথা মাথায় রেখে ওই অঞ্চলের প্রায় ২৫০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চম্পাওয়াত জেলার লোহাঘাট এলাকায় দুজন মহিলার মৃত্যু হয়েছে এই দুর্যোগের জেরে। এই ঘটনায় জেলা ম্যজিস্ট্রেট নবনীতা পান্ডে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের জেরে লোহাঘাটের ঝর্জা গ্রামে গোয়াল ঘর ভেঙে ৫৮ বছরের মাধবী দেবীর মৃত্যু হয়েছে।

পাশাপাশি লোহাঘাটের মাটিয়ানি গ্রামেও একটা বাড়ি ধসে পড়ে মৃত্যু হয় শান্তি দেবী নামে মহিলার৷ এছাড়ও ভূমিধসে দুই শিশু সহ এক বৃদ্ধা আহত হয়েছেন। প্রবল বৃষ্টিতে উত্তরাখন্ডের নদী গুলি ফুঁসছে। কৈলাস নদীর প্রবল স্রোতে গুরনাম সিং নামে এক ব্যাক্তি ভেসে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এখনই অবস্থার কোনো উন্নতি হওয়ার আশা নেই। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles