মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের
Arvind Kejriwal announced his resignation from the post of Chief Minister

Truth Of Bengal : মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। দু’দিন আগে জামিন পান কেজরি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছে বলে রবিবার ঘোষণা করেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী পদে এবার কে বসবেন, তা চূড়ান্ত করেনি আম আদমি পার্টি। আবগারি দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরি। গত ২১ মার্চ থেকে বন্দি ছিলেন তিহার জেলে। মাঝখানে লোকসভা নির্বাচনের সময় কিছুদিনের জন্য জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিলেও কড়া শর্ত চাপায় তাঁর ওপর। নির্দেশ দেওয়া হয়, তিনি মুখ্যমন্ত্রীর দফতরে ঢুকতে পারবেন না। মুখ্যমন্ত্রী হিসেবে কোনও ফাইলে সই করতে পারবেন না। এমন অবস্থায় তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকা মানে সরকারি পরিষেবায় প্রভাব পড়ার কথা। ফলে জনপরিষেবা সচল রাখতে মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়াল ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
Delhi: CM Arvind Kejriwal says, “… I am going to resign from the CM position after two days. I will not sit on the CM chair until the people give their verdict… I will go to every house and street and not sit on the CM chair till I get a verdict from the people…” pic.twitter.com/MVTPWXv1D0
— ANI (@ANI) September 15, 2024
জেল থেকে বেরিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ‘আমি ২ দিন পরে পদত্যাগ করতে যাচ্ছি। আমি সৎ কিনা তা মানুষের কাছে জানতে চাইব। তাঁরা সাড়া না দেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।‘ সেই ঘোষণার পর এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার অপেক্ষা।
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, “ষড়যন্ত্র আমাদের পাথরের মতো সাহস ভাঙতে পারেনি, আমরা আবার আপনাদের মাঝে আছি। আমরা এভাবেই দেশের জন্য লড়াই চালিয়ে যাব, শুধু আপনাদের সকলের সমর্থন আমাদের প্রয়োজন”
তিনি আরও বলেন, “সর্বদা আশীর্বাদ করার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা সমস্ত সমস্যা কাটিয়ে উঠছি। আমরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করছি এবং সফল হচ্ছি। আমরা একটি ছোট দল যা এই দেশের রাজনীতিকে বদলে দিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”