অ্যাপলের পণ্য তৈরি হবে না ভারতে! কড়া নির্দেশ ট্রাম্পের
Apple products will not be made in India! Trump's strict instructions

Truth Of Bengal: বাজারের সম্ভাবনা বহু দিনই অ্যাপলকে ভারতমুখী করেছে। তাই সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুক বলেছিলেন, জুন ত্রৈমাসিক থেকে সংস্থার ঘরের মাটিতে অর্থাৎ আমেরিকায় যত আইফোন বিক্রি হবে, তার বেশির ভাগই তৈরি হবে ভারতে। আর তাতে বেশ অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট অ্যাপলের সিইও টিম কুককে ভারতে অ্যাপলের পণ্য তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।
ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘আমি শুনছি আপনি ভারতে পণ্য উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে পণ্য উৎপাদন করুন।’ শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, নয়াদিল্লির উচ্চ শুল্ক ভারতে আমেরিকান ব্যবসাকে ব্যাহত করছে। সেইকারণেই তিনি অ্যাপলের সিইও টিম কুককে ভারতে উৎপাদন না করার জন্য অনুরোধ করেছেন। বলা বাহুল্য, ভারতের উপর আমেরিকার চড়া শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে ভারতে যাতে না আইফোন তৈরি করা হয় সেইজন্য অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০৩০ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে চুক্তি করতে চায় নয়াদিল্লি ও ওয়াশিংটন। এখন যা প্রায় ১৯,১০০ কোটি ডলার। অতিরিক্ত বাণিজ্য সচিব এবং এই আলোচনায় ভারতের প্রধান প্রতিনিধি রাজেশ আগরওয়াল বলেন, মে-র শেষে মুখোমুখি বৈঠক শুরু হবে বলে খবর। আর এই সময় অ্যাপলকে ভারতে আইফোন না করার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বলা বাহুল্য, আইফোনের অন্যতম বৃহৎ বাজার ভারত। ব্যবসা বৃদ্ধির সুযোগও বিপুল। তবে ঘরের মাটিতে বিক্রির জন্য এখানে সেগুলি তৈরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা মূলত দাম কম রাখার কৌশল। চিন-আমেরিকা শুল্ক যুদ্ধের সুফল তুলছে দেশ। অ্যাপলের ব্যবসায় বাড়ছে গুরুত্ব।






