দেশ

তিন সপ্তাহে দুবার! শম্ভু সীমানায় আত্মঘাতী আরও এক কৃষক

Another farmer commits suicide near Shambhu border

Truth Of Bengal: ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আর এই প্রতিবাদ কর্মসূচি চলাকানীনই বিষ খেয়ে আত্মঘাতী হন এক আন্দোলনকারী কৃষক। জানা যায়, বৃহস্পতিবার শম্ভু সীমানায় এই ঘটনা ঘটে। এই নিয়ে গত তিন সপ্তাহে দ্বিতীয়বার কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল সীমানা এলাকায়।

মৃত কৃষকের নাম রেশম সিং। তিনি তরনতারন জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিগত দশ দিন ধরে টানা আন্দোলন করছিলেন তিনি। তবে, এতদিন ধরে আন্দোলন চললেও তাঁদের দাবি এখনও মানেনি মোদি সরকার। এদিন প্রথমে বিক্ষোভে ফেটে পড়েন রেশম। তারপর বিশ খান। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাঁর মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন কৃষকরা। তাঁদের দাবি না মানায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন রেম। মৃত্যুর আগে এমনটাই জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এমএসপি, পেনশনের ব্যবস্থা, কৃষিঢণ মকুব সহ একাধিক দাবিতে কৃষকদের আন্দোলন চলছে। বারবার দিল্লি চলোর মতো কর্মসূচি কৃষকরা করলেও তা আটকে দেওয়া হয়। তবে, একের পর এক এই আত্মহত্যার ঘটনায় উদ্বেগে কৃষকরা। এদিকে, ২৬ নভেম্বর থেকে অনশন করছেন কৃষক নেতা ডালেওয়াল। তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায় কৃষক সংগঠনগুলি। কৃষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ডালেওয়ালের সাথে কিছু অপ্রীতিকর ঘটে, তবে কেন্দ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না।

Related Articles