দেশ

শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল অন্ধ্র পুলিশ, গ্রেফতার ৫

Andhra Police busts child trafficking ring, arrests 5

Truth Of Bengal: অন্ধ্রপ্রদেশে পর্দাফাঁস হল শিশুপাচার চক্রের। অন্ধ্রপুলিশের তৎপরতায় উদ্ধার হয় তিন সদ্যজাত। গ্রেফতার এই চক্রের মাস্টারমাইন্ড সহ ৫ মহিলা। তদন্তকারাদের দাবি, দিল্লি আমেদাবাদ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুদের নিয়ে এসে নিঃসন্তান দম্পতিদের কাছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করত অভিযুক্তরা।

পুলিশে সূত্রে খবর, এই চক্রের মূল অভিযুক্ত বছর ৩১-এ বাগালাম সরোজিনী। বিজওয়াড়ার বাসিন্দার সে। তার ইশারাতেই গোটা চক্র চলত বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ জানতে পারে নিঃসন্তান দম্পতিদের কাছে শিশুদের বিক্রির আগে তাদের বিশ্বাস অর্জন করার জন্য ভুয়ো নথি ও সার্টিফিকেট দেখানো হত। যে শিশুদের বিক্রি করা হচ্ছে তারা অনাথ বলে দাবি করেন অভিযুক্তরা। শিশুপাচারের এই অপরাধে মূল অভিযুক্ত সরোজিনীর সঙ্গে যুক্ত ছিলেন শেখ ফারিনা, শেখ সৈদাবি, কোভভারুপা ও পেডালা শিরিষা। এই কাজ দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা।

পুলিশ জানাচ্ছে, বিগত ৬ মাসে মোট ৭টি শিশুকে পাচার করার ঘটনা ঘটেছে। এখনও আরও চার জনকে বিক্রির পরিকল্পনা ছিল। তার আগেই অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশি তৎপরতায় আরও ৩ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তদের। পুলিশ জানার চেষ্টা করছে এই শিশুদের কোথা থেকে নিয়ে আসা হত। একইসঙ্গে তদন্তকারীরা জানতে চাইছে এই শিশুপাচার চক্রের নেটওয়ার্খ তদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেটাও জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

Related Articles