দেশ
Trending

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ পৌঁছল উত্তরপ্রদেশের রায়বরেলীতে, এদিকে ন্যায় যাত্রায় পৌঁছলেন না অখিলেশ

Akhilesh did not reach Nyaya Yatra

The Truth Of Bengal : উত্তরপ্রদেশে মাত্র ১৫টি আসন ছাড়া হবে কংগ্রেসের জন্য। আসন্ন লোকসভা নির্বাচনে এমনটাই শোনা গিয়েছে সমাজবাদী পার্টির অন্দরে। তবে আসন সমধতা না হলে অখিলেশ কি রাহুলের পাশে দাঁড়াবে সেই প্রশ্নের ঘোরা ফেরা করছিলো রাজনৈতিক মহলে। মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশের রায়বরেলীতে পৌঁছলেও সেখানে যোগ দিলেন না সমাজবাদী পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গে লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে টানাপড়েনই যে এর কারণ, অখিলেশ তা বুঝিয়ে দিয়েছেন মঙ্গলবারও। তিনি বলেন, ‘‘আসন রফা চূড়ান্ত হলে, তবেই আমি রাহুলজির কর্মসূচিতে যোগ দেব।’’

রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর প্রধান জয়ন্ত চৌধুরী চলতি মাসেই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা প্রকাশ করে এনডিএ-তে যোগ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে লোকসভা ভোটে এসপি এবং কংগ্রেসের সমঝোতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনার মধ্যেই উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ২৭টিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে অখিলেশের দল। ফলে প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে সোমবার এসপি-র প্রধান অখিলেশ যাদব কংগ্রেসকে ১৭টি আসন দেওয়ার ‘শেষ প্রস্তাব’ দিয়েছেন বলে বিরোধী জোটের একটি সূত্রের খবর।

কিন্তু কংগ্রেস এখনও ২০টি আসনের দাবিতে অনড় রয়েছে বলে ওই সূত্র জানাচ্ছে। মাসখানেক আগে অখিলেশ দাবি করেছিলেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও তার পরেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, আলোচনা এখনও শেষ হয়নি। কিন্তু জানুয়ারি মাসের শেষে একতরফা ভাবে উত্তরপ্রদেশের ১৬টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘ‌োষণা করে দেয় এসপি। এর পর সোমবার সকালে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় শামিল হওয়ার ‘পূর্বশর্ত’ হিসাবে কংগ্রেসকে ১৫টি আসনে লড়ার প্রস্তাব মেনে নিতে বলেছেন প্রয়াত মুলায়ম সিংহ যাদবের পুত্র। কিন্তু কংগ্রেসের তরফে কোনও বিবৃতি আসার আগেই সন্ধ্যায় একতরফা ভাবে আরও ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে সমাজবাদী পার্টি।

 

FREE ACCESS

Related Articles