দেশ

ফের জরিমানার কোপে এয়ার ইন্ডিয়া, ৮০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

Air India Rule Brack

The Truth of Bengal: পাইলট ও ক্র সদস্যদের সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। সেই অভিযোগে এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানা করে ডিজিসিএ। গত জানুয়ারী মাসে ডিজিসেএর অডিটে প্রকাশ্যে আসে এয়ার ইন্ডিয়ার গাফিলতি। ১ মার্চ বিমানের সুরক্ষা লঙঘনের অভিযোগে বিমান সংস্থাকে নোটিস দেয় ডিজিসিএ। গত জানুয়ারী মাসে ডিজিসিএ-এর অডিটে উঠে আসে পাইলট ও ক্রু সদস্যদের সুরক্ষা সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘন করেছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

যেখানে ক্রু মেম্বারদের দেওয়া হয়নি পর্যাপ্ত বিশ্রাম। দুটি উড়ানের মাঝে পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম দেয়া হয়নি। নির্ধারিত সময়সীমাকে উপেক্ষা করে বিমানকর্মীদের ওবার টাইমে কাজ করানো হয়েছে বলে ডিজিসিএর অডিটে প্রকাশ্যে আসে। এই বাড়তি ডিউটি দেখানো হয় ট্রেনিং রেকর্ড হিসেবে। এছাড়াও ওই বিমানটি ষাটোর্ধ এক ক্রু মেম্বারকে নিয়ে যাত্রা করে। যা বিমান ও বিমানের যাত্রী সুরক্ষাকে লঙ্ঘন করার সমান। এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে ১৯৩৭-এর এয়ারক্রাফ্টস আইনে জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।

যদিও, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এই প্রথমবার ময়, এর আগেও এক ৮০ বছরের বৃদ্ধকে হুইল চেয়ার না দেওয়ার অভিযোগে ৩০ লক্ষ টাকা জরিমানা কর হয়েছিল এয়ার ইন্ডিয়াকে। সেই সমস্ত ঘটনার পর এবার বিমানের পাইলট ও ক্রু সদস্যদের  সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনে ৮০ লক্ষ টাকা জরিমানা করে ডিরেক্টার জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। গত ১ মার্ছ এই বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে নোটিশ পাঠানো হয়।

Related Articles