
The Truth of Bengal: গুলির আঘাতে মৃত্যু হল এক অগ্নিবীরের। নবনিযুক্ত অগ্নিবীরের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি প্রশিক্ষণের পর, পুঞ্চ জেলায় মানকোট সেক্টরে পোস্টিং হয়েছিল ওই অগ্নিবীরকর্মীর।
কয়েক মাস আগেই অগ্নিবীরের প্রশিক্ষণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। উত্তাল হয়েছিল গোটা দেশ। অবশেষে অগ্নিবীর হিসেবে নিযুক্তির জন্য বয়সের সময়সীমা বাড়াতে হয় সরকারকে। ছয় মাসের প্রশিক্ষণের পর, এই প্রথম অগ্নিবীরের কর্মীদের মোতায়েন করা হয়েছে, সীমান্ত এলাকায়। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মানকোট সেক্টরে কর্মরত ছিলেন অমৃতপাল। সেনা সূত্রের খবর, বুধবার সকালে ছাউনি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গুলির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে, তিনি আত্মঘাতী হয়েছেন নাকি দুর্ঘটনার কারণে, তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি বেরিয়েছে, তা নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, অগ্নিবীর অমৃতপালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা। আর আত্মহত্যা হলেও, ব্যক্তিগত কোনও কারণ ছিল না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অমৃতপালের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে।